থাইল্যান্ড ওপেন : পরপর হারের ধারা রুখল চিরাগ-স্বাত্বিক জুটি, ছিটকে গেলেন কাশ্যপ
থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। হেরে গিয়েছেন সাই প্রণীত। ছিটকে গিয়েছেন পারুপাল্লী কাশ্যপও। এহেন পরিস্থিতিতে ভারতকে কিছুটা আশার আলো দেখাল চিরাগ শেঠি ও স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির জুটি। এক নজরে দেখে নেওয়া যাক তাঁদের পারফরম্যান্স।

চিরাগ ও স্বাত্বিক জুটি
থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়ার কিম জি জাং ও লি ইয়ং ডায়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের চিরাগ শেঠি ও স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি। দুই পক্ষের মধ্যে এক ঘণ্টা ৬ মিনিট ধরে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষে ১৯-২১, ২১-১৬, ২১-১৪ সেটে ম্যাচ জেতে ভারতীয় জুটি।

আরও এক ভারতীয় জুটির হার
থাইল্যান্ড ওপেনর প্রথম রাউন্ডে হেরে গেল ভারতের এন. সিক্কি রেড্ডি ও সুমিত রেড্ডির মিক্সড ডবলস জুটি। হংকং-এর চুং মান তাং ও ইয়ং সুয়েট সে জুটির কাছে ২০-২২, ১৭-২১ সেটে হেরে গিয়েছেন ভারতীয় শাটলাররা।

ছিটকে গেলেন কাশ্যপ
থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচ চলার সময় অবসৃত হয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লী কাশ্যপ। কানাডার জেসন অ্যান্টোনির বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিলেন হায়দরাবাদি শাটলার। ৯-২১ পয়েন্টে তিনি প্রথম গেম হেরে যান। দ্বিতীয় গেম ২১-১৩ পয়েন্টে জেতেন কাশ্যপ। তৃতীয় সেট চলার সময়ই অবসৃত হন পারুপাল্লী। ওই গেমে ৮-১৪ পয়েন্টে তিনি পিছিয়ে ছিলেন।

হেরে গিয়েছেন সিন্ধু
থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন বিশ্বজয়ী পিভি সিন্ধু। পুরুষ বিভাগের ভারতীয় শাটলার সাই প্রণীতও প্রতিযোগিতার প্রথম ম্যাচে হেরে গিয়েছেন।