বিজেপির সঙ্গে অবশেষে সুর মিলল, রোড শোয়ের পরেই শোভন-বৈশাখী নেমপ্লেট ফিরল পার্টি অফিসে
প্রথম রোড শো সুপার প্লফ হয়েছিল শোভন-বৈশাখীর। বিজেপির মুখ পুড়িয়ে রোড শোয়ে হাজির হননি দুই বিজেপি নেতা নেত্রীই। এতে প্রবল রুষ্ট হয়েছিলেন দিলীপ ঘোষরা। তিনি কটাক্ষ করে বলেছিলেন শোভন বৈশাখী বিজেপির সুরে সুর মেলাতে পারছেন না সেটা ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে। তারপরে অবশেষে শোভন বৈশাখীর রোড শো হয়। এবং তা সফলও হয়েছে। তারপরেই বিজেপির পার্টি অফিসে নতুন করে বসেছে শোভন-বৈশাখীর নামের ফলক।

শোভন -বৈশাখীর রোড শো বিতর্ক
শোভন-বৈশাখীকে দলে নিয়ে অনেকটা গলায় কাঁটা বেঁধার অবস্থা হয়েছে বিজেপির। কলকাতা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। কিন্তু এতোদিনেও পর্যবেক্ষক হিসেবে তেমন কাজ করে উঠতে পারেননি শোভন। পদ দিয়ে শোভনকে রোড শোর আয়োজন করেছিলেন বিজেপি। কিন্তু প্রথম উদ্যোগেই ধাক্কা। বিজেপির এক প্রকার মুখ পুড়িয়েছিলেন শোভন-বৈশাখী। তাঁদের নামে পদযাত্রায় তাঁরাই উপস্থিত হননি।

শোভন বৈশাখীর নেমপ্লেট
অবশেষে শোভন বৈশাখীর নেম প্লেট বসল বিজেপি পার্টি অফিসে। প্রথম রোড শোয়ে বিজেপির মুখ পোড়ানোয় রুষ্ট হয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব দলীয় কার্যালয় থেকে সরিয়ে দিয়েছিল তাঁদের নেম প্লেট। গোলপার্কের রোড শো সফল হওয়ার পর ফের বিজেপির কার্যালয়ে জ্বল জ্বল করতে দেখা গিেয়ছে শোভন-বৈশাখীর নামের ফলক।

অবশেষে সুর মিলল
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন বিজেপির সঙ্গে সুরে সুর মিলছে না বলে এরকম হচ্ছে। বিজেপির সুরে সুর মিললেই সব ঠিক হয়ে যাবে। অবশেষে সফল হয়েছে শোভন-বৈশাখীর রোড শো। প্রথম রোড শো ভন্ডুল হওয়ার এক সপ্তাহের মধ্যে ফের রোড শো করেন তাঁরা। গোলপার্ক থেকে বিপুল জনসমর্থন নিয়ে শক্তি প্রদর্শন করেন শোভন। এবার বিজেপির ব্যানারে।

কতটা তুষ্ট বিজেপি
শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দিলেও এখনও তেমন সক্রিয় হতে দেখা যায়নি তাঁদের। দলের তেমন সভা, মিটিং মিছিলেও শোভন বৈশাখীকে দেখা যায়নি। এমনকী অমিত শাহ নাড্ডার সফরের মধ্যেও শোভন-বৈশাখীকে তেমন দেখা যায় নি। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখ পাত্র দিলীপ ঘোষ সরাসরি শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দাবি জানিয়েছেন, একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি।
'পুলিশে ধরেছে বলে কষ্ট হচ্ছে', শোভন ইস্যুেক কুণালকে বিঁধলেন দিলীপ ঘোষ