আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়কে বিশেষ সম্মান, গোয়ায় পাঁচ ক্লাসিকের স্ক্রিনিং
গোয়ায় অনুষ্ঠিত হতে চলা ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি সত্যজিৎ রায়কে বিশেষ সম্মান প্রদশর্নের পরিকল্পনা নেওয়া হয়েছে। অস্কারজয়ী পরিচালকের পাঁচটি ক্লাসিক সিনেমার স্ক্রিনিং আরও একবার চাক্ষুস করার সুযোগ দিচ্ছেন উদ্যোক্তারা। করোনা ভাইরাসের আবহে বাংলাদেশকে ফোকাস রেখে জমজমাট ইভেন্ট আয়োজনের চেষ্টা চালানো হচ্ছে।

২০২০ সালে ২০ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৮ নভেম্বর পর্যন্ত ইভেন্ট চলার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে প্রাথমিকভাবে উৎসব স্থগিত করে দেওয়া হয়েছিল। পরিবর্তে আগামী ১৬ জানুয়ারি থেকে গোয়ায় ইভেন্ট শুরু হতে চলেছে। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি সত্যজিৎ রায়কে সম্মান জানিয়ে তাঁর পাঁচ কালজয়ী সিনেমা দেখানো হবে বলে জানানো হয়েছে। তার মধ্যে 'পথের পাঁচালি', 'চারুলতা', 'সোনার কেল্লা' ও 'ঘরে বাইর'-এর মতো ক্লাসিক অন্তর্ভূক্ত। রায় পরিচালিত হিন্দি সিনেমা 'সতরঞ্জ কি খিলাড়ি'-ও উৎসবে দেখানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সবমিলিয়ে এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ২২৪টি সিনেমা দেখানো হবে। তাপসী পান্নু ও ভূমি পেডনেকর অভিনীত হিন্দি সিনেমা 'ষান্ড কি আখ' দিয়ে উৎসবের উদ্বোধন হবে। বাংলাদেশের মুক্তি যুদ্ধের ওপর নির্মিত 'জীবনধূলি'ও 'মেঘমল্লার' সিনেমার স্ক্রিনিং হবে ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।