• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তিতে হাড়কাঁপানো শীত ! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ আবহাওয়ার খবর একনজরে

হুহু করে রাজ্যে এন্ট্রি নিতে শুরু করে দিয়েছে উত্তুরে হাওয়া। আর কনকনে ঠান্ডা সকাল থেকেই জানান দিয়েছে পূর্বাভাস মতো মঙ্গলবার পার করেই ফের কনকনে ঠান্ডা ঢুকে পড়েছে রাজ্যে। ফলে মকর সংক্রান্তিতে (Makar Sankranti) পিঠেপুলির মরশুমে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়ার আসর জমতে শুরু করেছে রাজ্যে। দেখা যাক, পশ্চিমবঙ্গ ও ভারতের আবহাওয়ার (Weather) রিপোর্ট মকর সংক্রান্তি ঘিরে।

মকর সংক্রান্তি পশ্চিমবঙ্গের আবহাওয়া

মকর সংক্রান্তি পশ্চিমবঙ্গের আবহাওয়া

প্রসঙ্গত, পৌষ পার্বণের দিন মকর সংক্রান্তির আমেজে বাংলা কনকনে ঠান্ডার ভোর দেখতে পায়। এবারেও তার অন্যথা হচ্ছে না। মকর সংক্রান্তির আগে থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তির দিন ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রার পারদ নামতে পারে। ইতিমধ্যেই গত দু'দিনে পারদ ৫ ডিগ্রি নেমেছে। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ডুয়ার্স। তাপমাত্রা নেমেছে মিরিক, সেবক, দার্জিলিংয়ে।

আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১২.০

বালুরঘাট ৯.৮

ব্যারাকপুর১৫.৬

বাঁকুড়া ১৩.৯

বর্ধমান ১৪.২

দার্জিলিং ৪.৪

বহরমপুর ৮.৬

দীঘা ১৭.৬

কৃষ্ণনগর ১২.৮

পানাগড় ১৫.৪

পুরুলিয়া ৯.০

শ্রীনিকেতন ১২.৪

দক্ষিণ ভারতে বৃষ্টি!

দক্ষিণ ভারতে বৃষ্টি!

জানা গিয়েছে মকর সংক্রান্তিতে দক্ষিণভারতের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুতে বৃষ্টি হতে পারে। মকর সংক্রান্তির দিন তামিলনাড়ুতে পোঙ্গল অনুষ্ঠিত হয়। আর সেই সময়ই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কেরলে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও রয়েছে হালকা ঝড়ের সম্ভাবনা।

পশ্চিম ভারত

পশ্চিম ভারত

এদিকে, পশ্চিমভারতে মহারাষ্ট্রে শুষ্ক থাকছে আবহাওয়া। বেশ কিছু জায়গায় তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস নামবে। উত্তুরে হাওয়া থানেও থাকবে। একইরকমের শুকনোভাব থাকবে গুজরাতেও।

মকর সংক্রান্তিতে শৈত্যপ্রবাহ

মকর সংক্রান্তিতে শৈত্যপ্রবাহ

মকর সংক্রান্তির দিন উত্তরভারতে বয়ে যাবে শৈত্যপ্রবাহ। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ডে আগামী ২ থেকে ৩ দিন প্রবল ঠান্ডা পড়তে চলেছে। সঙ্গে থাকবে শৈত্যপ্রবাহ। রাজস্থান,হরিয়ানা সহ বেশ কিছু জায়গায় 'গ্রাউন্ড ফ্রস্ট' এর সম্ভাবনা রয়েছে।

৪৫ কেজি ঘি, ১ কুইন্টাল বেলকাঠ দিকে কঙ্কালীতলায় মহাযজ্ঞ, একুশ জয়ের ডঙ্কা বাজিয়ে দিলেন কেষ্ট

English summary
Weather forcast of makar sankranti in west bengal and India in bengali on 13 January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X