শুধু গ্রেফতারিতে হবে না কেডি সিংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করুক ইডি, দাবি শুভেন্দুর
এক সময়ে একই দলে ছিলেন তাঁরা। কেডি সিংয়ের গ্রেফতারির খবরে একেবারে গা ঝেড়ে ফেললেন শুভেন্দু। কেডি সিংকে প্রতারক বলে আক্রমণ করে বিজেপি নেতা বলেছেন, অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতারিতদের টাকা ফিরিয়ে দেওয়ার বন্দ্যোবস্ত করা হোক। বুধবার সকালেই গ্রেফতার করা হয় কেিড সিংকে তাঁর বিরুদ্ধে বিপুল পরিবান টাকা বেআইনি ভাবে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ইডির দফতরে তাঁেক জেরা করতে ডাকা হয়েছিল কিন্তু তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করে ইডি।

কেডি সিংয়ের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি
অ্যালকেমিস্টের কর্ণধার ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিংয়ের গ্রেফতারি পর সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন বাজার থেকে বিপুল টাকা তুলে গরিব মানুষকে ঠকিয়েছেন তিনি। তাই শুধু গ্রেফতারিতে হবে না কেডি সিংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

গ্রেফতার কেডি সিং
দীর্ঘ জেরার পর দিল্লিতে আজ গ্রেফতার করা হয় অ্যালকেমিস্টের কর্নধার ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেডি িসংকে। যদিও তাঁর সঙ্গে এখন তৃণমূল কংগ্রেসের কোনও যোগাযোগ নেই বলে দাবি করেেছন সৌগত রায়। কেডি সিংয়ের গ্রেফারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এই সংস্থার সঙ্গে মুকুল রায়ও জড়িত ছিলেন বলে জানা গিয়েছে। আগেও চিটফান্ড কান্ডের তদন্তে মুকুল রায়ের নাম উঠে এসেছিল।

কুণালের আক্রমণ
এদিকে কুণাল ঘোষ দাবি করেছেন মুকুল রায়কে এর পর গ্রেফতার করা উচিত । কারণ মুকুল রায় দ্য ম্যান অব অ্যালকেমিস্টে। তাঁর সূত্রেই কেডি সিংয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ এবং এই মুকুল রায়ের কারণেই সারদােক অ্যালকেমিস্টের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলেছিল। তাই অবিলম্বে মুকুল রায়কে গ্রেফতার করা উচিত বলে দাবি জানিয়েছেন কুণাল ঘোষ।

বিদেশে টাকা পাচারের অভিযোগ
অ্যালকেমিস্ট চিটফান্ড সংস্থা বাজার থেকে প্রায় ১৫০ কোটি টাকা তুলেছিল বলে জানতে পেরেছে ইডি। কিন্তু সেই চাকার কোনও হদিশ দিতে পারেননি কেিড সিং। তদন্তকারীরা জানতে পেরেছেন এই বিপুল পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন। কার হাত দিয়ে এই টাকা কী উদ্দেশ্যে বিদেশে পাচার করা হয়েছিল তা তদন্ত করে দেখছে ইডি। এই ঘটনায় আর কোনও প্রভাবশালী জড়িত আছেন কিনা সেটাও তদন্ত করে দেখা হবে।
৪৫ কেজি ঘি, ১ কুইন্টাল বেলকাঠ দিকে কঙ্কালীতলায় মহাযজ্ঞ, একুশ জয়ের ডঙ্কা বাজিয়ে দিলেন কেষ্ট