কোভিড–১৯–এর ভ্যাকসিন ড্রাইভ দেশে একবছরের বেশি সময় ধরে চলতে পারে, মত স্বাস্থ্য মন্ত্রকের
শনিবার অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে দেশে করোনা ভাইরাস ভ্যাকসিনের টিকাদান প্রক্রিয়া শুরু হতে চলছে। আর তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে দেশে করোনা ভাইরাস ভ্যাকসিনের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে হতে এক বছর বা তারও বেশি সময় লাগতে পাবে। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মঙ্গলবার কোভিড–১৯–এর সাপ্তাহিক তথ্য জানানোর সময় বলেন, 'এই পুরো অনুশীলনের জন্য পাঁচটি মূল নীতি রয়েছে যা এক বছরেরও বেশি সময় ধরে চলবে।’

পাঁচটি মূল নীতি
জানা গিয়েছে, প্রথম মূল নীতিটি হল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা; দ্বিতীয় নীতিটি হল বুথ কৌশল এবং সর্বজনীন টিকাদান কর্মসূচির মতো নির্বাচনের অভিজ্ঞতাকে ব্যবহার করা; যে স্বাস্থ্য পরিষেবাগুলি চলছে, বিশেষ করে জাতীয় কর্মসূচী ও প্রাথমিক স্বাস্থ্য সেব নিয়ে কোনও আপোস নয়; বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রক নিয়মাবলী, অন্যান্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি নিয়ে কোনও আপস করা চলবে না এবং সুশৃঙ্খল ও মসৃণ প্রযুক্তি বাস্তবায়ন করতে হবে।

কোভিড ছাড়া স্বাস্থ্যসেবার ক্ষতি
রাজেশ ভূষণ বলেন, ‘যখন কোভিড-১৯-এর প্রকোপ শুরু হল, সেই সময় কোভিড বিহীন স্বাস্থ্য সেবা পরিষেবা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা তার পুনরাবৃত্তি চাই না। হয়ত এ ধরনের পরিষেবা শুরু হতে সামান্য দেরি হচ্ছে এবং হয়ত আমরা এ ধরনের কার্যক্রম শুরু করার জন্য পুনরায় সময় নির্ধারণ করা হতে পারে, কিন্তু ভবিষ্যতে কোভিড-১৯ ভ্যাকসিন ড্রাইভ কার্যক্রম চলার সময় কোনও পরিষেবা বন্ধ থাকবে না। সরকার যেহেতু বৈজ্ঞানিক নীতি ও এসওপি দ্বারা পরিচালিত তাই টিকাদানের পদ্ধতিতে স্বচ্ছতা থাকবে। আমরা আশা করব যে দেশে ভ্যাকসিন ড্রাইভ চলার সময় সকলেই এসওপি অনুসরণ করবে। এছাড়াও গোটা পদ্ধতিটি প্রযুক্তি দ্বাআ পরিচালিত।'

করোনা ভ্যাকসিনের অগ্রাধিকার
ভূষণ এও জানিয়েছেন যে ভ্যাকসিন উপলব্ধতার ওপর নির্ভর করে দেশে ক্রমানুযায়ী ভ্যাকসিনের টিকাদান করা হবে। দেশে প্রথম টিকাদান করা হবে স্বাস্থ্যকর্মীদের এবং সামনের সারির কর্মীদের, যার সংখ্যা প্রায় ৩ কোটি, এরপর ৫০ বছর বা তা ঊর্ধ্বে থাকা জনগোষ্ঠী, যাদের একাধিক রোগ রয়েছে, তাদের টিকা দেওয়া হবে। এই সংখ্যাটা প্রায় ২৭ কোটি। ১৬ জানুয়ারি থেকে দেশে এক কোটি স্বাস্থ্য কর্মীর ওপর এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেশে তিনটি পর্যায়ে ড্রাই রান ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে।

করোনা টিকা সরবরাহ শুরু
মঙ্গলবার ভোররাতে পুনের সিরাম ইনস্টিটিউট থেকে তিনটে ট্রাকে করে কোভিশিল্ড ও কোভ্যাকসিন দেশের ১৩টি রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইতিমধ্যেই বেশ কিছু শহরে তা পৌঁছেও গিয়েছে।
হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, পৌষ সংক্রন্তিতে পারদ পতনের পূর্বাভাস, আর কী জানাল আবহাওয়া দফতর