ব্যরাকপুর কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার বদলি! রাজ্য পুলিশে ভোটের আগে বড় রদবদল মমতা সরকারের
রাজ্যে ভোটের আগে রাজনৈতিক চাপানোতর যেখানে তুঙ্গে সেই আবহে এদিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসের রাজ্য পুলিশের কর্তারা। আর সেই বৈঠকেেই একাধিক জেলার পুলিশ কর্তাদের রিপোর্টে সন্তুষ্ট হননি উপ নির্বাচন কমিশনার। ঘটনার পরই রাতারাতি নবান্ন রাজ্য পুলিশে বড়সড় রদবদল করে দিল। ব্যরাকপুর কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনারকে এদিন বদলি করল নবান্ন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যরাকপুর কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে বদলি করে সিআইডির ডিআইজি পদে রাখা হয়েছে। এদিকে অজয় ঠাকুরের জায়গায় এসেছেন শিলিগুড়ি এসটিএফের অমরনাথ কুমার। তিনি এসপি পদে নির্যুক্ত ছিলেন। এর আগে রাজ্যের উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন উত্তর ২৪ পরগনার রাজনৈতিক সংঘর্ষ তথা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের প্রশ্ন করেন। যে উত্তর উপনির্বাচন কমিশনার পান, তাতে তিনি অসন্তুষ্ট হন।
এদিকে সুদীপ জৈনের ওই বৈঠকের পরই নবান্নের তরফে এই সিদ্ধান্ত ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করল। ওয়াকিবহাল মহলের একাংশের দারণা সুদীপ জৈনের অসন্তুষ্টিই কারণ হয়ে দাঁড়িয়েছে এই বদলির নেপথ্যে। এদিকে সামনেই কমিশনের সঙ্গে আরও বৈঠক আসন্ন রাজ্য প্রশাসনের কর্তাদের। সেই দিক দিয়ে পরিস্থিতি কোনদিকে যায়, নজর রয়েছে বাংলার।