থাইল্যান্ড ওপেন শুরুর আগে অঘটন! করোনায় আক্রান্ত সাইনা নেহওয়াল
২০২১ সালেও করোনা থেকে মুক্তি নেই। নতুন বছরে করোনা ভাইরাসে আক্রান্ত এবার সাইনা নেহওয়াল। ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকার পাশাপাশি এইচএস প্রণয়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে এবছর সাইনা ও প্রণয়ের থাইল্যান্ড ওপেনে মাঠে নামা হচ্ছে না।

২০২০ সাল অলিম্পিকের বছর হলেও, করোনা ধাক্কায় গ্রেটেস্ট শো অন আর্থ স্থগিত হয়। জাপানে ২০২১ সালে অলিম্পিকের আসর বসার কথা রয়েছে। তার আগে বছর শুরুতে থাইল্যান্ড ওপেনকে ভারতীয় শাটলাররা প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছিলেন।
তবে অভিযান শুরুর আগেই বিপত্তি। সাইনার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে প্রথম রাউন্ডে মালয়েশিয়ার কিসোনা সেলভাদুরাইকে ওয়াকওভার দিতে বাধ্য হয়েছেন সাইনা। সাইনার পাশাপাশি প্রণয়ও করোনা পসিটিভ। ফলে, থাইল্যান্ডের করোনা বিধি অনুযায়ী, আপাতত ১০ দিন তাঁদের হাসপাতালে থাকতে হবে।
সংবাদ সংস্থার খবর অনুয়ায়ী, সাইনার স্বামী পারুপল্লী কাশ্যপকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্য়ে তারও করোনা পরীক্ষা হয়েছে। তবে এখনও রিপোর্ট হাতে না আসার কারণে পারুপল্লী এখন আইসোলেট রয়েছেন।
সাইনার সংস্পর্শে আসার ফলে কাশ্যপেরও করোনা রিপোর্ট পজিটিভ আসতে পারে বলে উদ্বেগ রয়েছে। ইতিমধ্য়েই কাশ্যপ আগেই এরবার করোনা পসিটিভ হয়েছিলেন। তাই ঝুঁকি এড়াতে তিনি ব্যাংককে আলাদা ঘরে রয়েছেন। তবে তিনি ইতিমধ্য়েই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন।