ব্রিসবেন: অস্ট্রেলিয়া সফরে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির৷ বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ টেস্টে গাব্বায় ১১ জন ফিট ক্রিকেটারকেই মাঠে নামানোই এখন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার৷ পেটের ব্যথার কারণে ব্রিসবেনে সম্ভবত জসপ্রীত বুমরাহকে পাচ্ছে না অজিঙ্ক রাহানের ভারত৷
শুক্রবার থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয় সিরিজের চতুর্থ টেস্ট৷ সিডনি টেস্ট ড্র হওয়ায় গাব্বায় নামার আগে সিরিজ ১-১৷ ফলে এই টেস্ট ড্র করতে পারলেই বর্ডার-গাভাস্কর ট্রফি ধরে রাখতে পারবে ভারত৷ কিন্তু অস্ট্রেলিয়া সফরে ভারতীয় শিবিরে চোট-আঘাতের সমস্যা অব্যাহত৷ ইতিমধ্যেই চোট পেয়ে দেশে ফিরেছেন টিম ইন্ডিয়ার দুই পেসার মহম্মদ শামি ও উমেশ যাদব৷ তারপর চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা৷
ব্রিসেবেন টেস্টে পেটের ব্যাথ্যার কারণে না-খেলার সম্ভাবনা দলের এক নম্বর পেরার বুমরাহের৷ সিডনিতে তৃতীয় টেস্টে খেলার সময় পেটে চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার৷ বুমরাহ খেলতে না-পারলে গাব্বায় ভারতীয় পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন মাত্র দু’টি টেস্ট খেলা মহম্মদ সিরাজ৷ মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টেই অভিষেক হয়েছিল সিরাজের৷ দ্বিতীয় পেসার হিসেবে দলে খাকবেন নভদীপ সাইনি৷ সিডনিতে টেস্ট অভিষেক হয়েছে তাঁর৷ ফলে তৃতীয় পেসার হিসেবে দলে ঢুকতে পারেন শার্দুল ঠাকুর৷ অথবা গাব্বায় টেস্চ অভিষেক হতে পারে টি নটরাজনের৷
চার টেস্টের সিরিজে অ্যাডিলেডে ওভালে সিরিজের প্রথম টেস্টে হারে ভারত৷ কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া৷তারপর সিডনি টেস্ট ড্র হওয়ায় সিরিজ এখনও ১-১৷ সোমবার দুর্দান্ত লড়াই করে সিডনি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে৷ কিন্তু গাব্বায় নামার আগেই চোট-আঘাতের সমস্যায় ভারতীয় শিবির৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.