স্টাফ রিপোর্টার, বাঁকুড়া : ‘তৃণমূল এক টাকার কয়েনের মতো। বাজারে আছে, কিন্তু চলছে না’। দাবি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায়ের।

তালডাংরায় সংগঠনের লোক্যাল কমিটির সম্মেলন উপলক্ষ্যে এক প্রকাশ্য জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, মানুষ বুঝে গেছে ওই দলটা চোরের। এদের দ্বারা কিছু হবেনা। এরপরেই বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘বিজেপি ভয়ঙ্কর পার্টি, দেশকে কর্পোরেটদের হাতে বিক্রি করে দিচ্ছে’।

অসহনীয় অবস্থার মধ্যে আছেন গরীব, মধ্যবিত্ত ও বেকার সম্প্রদায়। সেকারণেই আমরা ‘তৃণমূলকে হটানো ও বিজেপিকে আটকানো’র কথা বলেছি। একই সঙ্গে তৃণমূল বিজেপি ভোটের রাজনীতি করে, আর বামেরা মানুষের সুখে দুঃখে সবসময় থাকে। তাই মানুষ তার অভিজ্ঞতার প্রতিফলন ভোটের বাক্সে লাল ঝাণ্ডার পক্ষেই দেবেন বলে তিনি দাবি করেন।

এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পূনঃর্গঠিত তালডাংরা লোক্যাল কমিটির প্রথম সম্মেলন থেকে সমর দত্ত সম্পাদক ও তনু রুই দাস সভাপতি নির্বাচিত হন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I