কাহানি মে টুইস্ট! সকালে করোনা পজিটিভ-সন্ধ্যেতে করোনা নেগেটিভ! সাইনাকে নিয়ে খুশির খবর
কাহানি মে টুইস্ট! মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, থাইল্যান্ড ওপেনে মাঠে নামার আগে করোনা আক্রান্ত সাইনা নেহওয়াল। সন্ধ্যেতেই এই খবরে নতুন মোড়। সাইনার পাশাপাশি এইচ এস প্রণয়ও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছিল।

সন্ধ্যেতে অবশ্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুজনেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবারই থাইল্যান্ড ওপেনে দুই তারকা তাঁদের প্রথম ম্যাচ খেলবেন।
২০২০ সাল অলিম্পিকের বছর হলেও, করোনা ধাক্কায় গ্রেটেস্ট শো অন আর্থ স্থগিত হয়। জাপানে ২০২১ সালে অলিম্পিকের আসর বসার কথা রয়েছে। তার আগে বছর শুরুতে থাইল্যান্ড ওপেনকে ভারতীয় শাটলাররা প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছিলেন।
তবে অভিযান শুরুর আগেই বিপত্তি খবর সামনে আসে। সাইনার পাশাপাশি প্রণয়ও করোনা পসিটিভ বলে জানা গিয়েছিল। ফলে দুজনেরই থাইল্যান্ড ওপেনে মাঠে নামা নিয়ে আশঙ্কা তৈরি হয়। দিনের শেষে অবশ্য খুশির খবর। দুজনেরই সাম্প্রতিক রিপোর্ট নেগেটিভ বলে জানা যাচ্ছে। সাইনা নিজে টুইট করে বুধবার ম্যাচে নামতে চলেছেন বলে জানিয়েছেন।
সাইনার স্বামী পারুপল্লী কাশ্যপেরও করোনা পরীক্ষা হয়েছে। তবে এখনও রিপোর্ট হাতে না আসার কারণে পারুপল্লী এখন আইসোলেট রয়েছেন। ঝুঁকি এড়াতে তিনি ব্যাংককে আলাদা ঘরে রয়েছেন।