সিডনি: আঙুলে ভেঙে যাওয়ায় আগেই ব্রিসবেন টেস্টে থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা৷ মঙ্গলবার ভাঙা আঙুলে অস্ত্রোপচার হল টিম ইন্ডিয়ার বাঁ-হাতি অল-রাউন্ডারের৷ তবে হাসপাতাল থেকেই দ্রুত মাঠে ফেরার বার্তা দিলেন জাড্ডু৷
শুক্রবার থেকে গাব্বায় শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট৷ মঙ্গলবারই সিডনি থেকে ব্রিসবেন পৌঁছেছে ভারতীয় দল৷ কিন্তু হাসপাতাল থেকে ছুটি পেয়ে দেশে ফিরবেন জাদেজা৷ অস্ত্রোপচার সুষ্ঠুভাবে সম্পন্ন। আপাতত কয়েক দিনের বিশ্রামে থাকতে হবে টিম ইন্ডিয়ার অল-রাউন্ডারকে৷। তবে খুব দ্রুত মাঠেও ফিরবেন বলে আশা প্রকাশ করেন জাড্ডু।
হাতে প্লাস্টার নিয়ে টুইটারে সেলফি পোস্ট করেন জাদেজা৷ হাসপাতালের বিছানায় শুয়ে সমর্থকদের বার্তা দেন তিনি৷ টুইটারে জাদেজা লেখেন, “Out of action for a while.surgery completed. But will soon return with a bang!” অর্থাৎ অস্ত্রোপচার শেষ হয়ে গিয়েছে। এখন কয়েক দিনের বিশ্রাম। তারপর ফের মাঠে ফিরছি।
সোমবারই বোর্ডের তরফেও এক বিবৃতে জানানো হয়েছিল, ‘বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টের তৃতীয় দিন ব্যাটিং করার সময় বাঁ-হাতে বুড়ো আঙুলে চোট পেয়েছিল জাদেজা৷ তারপর স্ক্যানের জন্য পাঠানো হয়েছিল৷ রিপোর্টে দেখা যায় ওর আঙুলের হাড় সরে গিয়েছে৷ ফলে ব্রিসবেনে চতুর্থ তথা শেষ টেস্টে ওকে পাওয়া যাবে না৷ ১৫ থেকে ১৯ জানুয়ারি গাব্বায় হবে চতুর্থ টেস্ট৷’
মঙ্গলবার সিডনিতে জাদেজার আঙুলে অস্ত্রোপচার হয়৷ তবে চিকিৎসকদের পরামর্শ মেনে দেশে ফেরার বিমান ধরবে জাদেজা৷ দেশে ফিরে রি-হ্যাবের জন্য বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে থাকবেন তিনি৷
সিডনিতে ভারতের প্রথম ইনিংসের ৯৯তম ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সার জাদেজার বাঁ-হাতের গ্লাভসে লাগে। বলের গতি বেশি থাকায় জোরে আঘাত লাগে ৩২ বছর বয়সি এই অল-রাউন্ডারের৷ যন্ত্রণা হওয়ায় দ্রুত শুশ্রুষা করার জন্য মাঠে নামেন দলের ফিজিও। তারপর ব্যাটিং করলেও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ফিল্ডিং করতে মাঠে নামতে পারেননি জাড্ডু৷ স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছিল তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে৷ সুতরাং চার থেকে ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে জাদেজাকে৷
তবে এর আগেও চোটের কারণে চলতি অস্ট্রেলিয়া সফরে ম্যাচ খেলতে পারেননি জাদেজা৷ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের ফলে কনকাশনের কবলে পড়েছিলেন জাড্ডু। সেই কারণে অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি অল-রাউন্ডার। তবে মেলবোর্ন ও সিডনিতে মাঠে নেমে দারুণ পারফর্ম করেন জাড্ডু৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.