মুকুলই ঘোষণা করে দিলেন প্রার্থীর নাম! হাওড়া ঘিরে তুঙ্গে রাজনৈতিক পারদ
কয়েকদিন আগেই তৃণমূলকে অস্বস্তিতে ফেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে ফেলেছিলেন একটি আসনে প্রার্থীর নাম। এবার বঙ্গ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় প্রার্থী ঘোষণা করার ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

ঠান্ডা মাথায় লড়তে হবে
হাওড়ায় এক ভরা জনসভা থেকেই মুকুল রায় হাওড়া উত্তরের বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন সোমবার। তিনি জানান হাওড়ায় ঠান্ডা মাথায় লড়তে হবে। আর তার জন্য উমেশই যোগ্য ব্যক্তি বলে দাবি করেন মুকুল রায়। প্রসঙ্গত, উমেশ রাইকে এভাবে দলের ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করা নিয়ে হাওড়া বিজেপিতে আলোচনা চলছে বলে খবর।

বিজেপির ড্যামেজ কন্ট্রোল
হাওড়া বিজেপির তরফে সুরজিৎ সাহা যদিও জানিয়েছেন, উমেশের কথা আসলে বলেলনি মুকুল রায়। তাঁর দাবি, বিজেপিতে সকলেই নিঃস্বার্থভাবে কাজ করেন। দলের স্বার্থই সবার কাছে আগে। এটি নিয়ে নতুন করে কিছু বিতর্কের নেই বলে জানানো হয়েছে হাওড়া বিজেপির তরফে।

উমেশের বক্তব্য
এদিকে, ২০১১ সালে উমেশ এই এলাকায় তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন। তবে সেই জায়গা থেকে হাওড়ার এই নেতার বক্তব্য,২৫ বছর তিনি দলের হয়ে কাজ করেছেন, তিনি আশাহত করবেন না দলকে। উল্লেখ্য, হাওড়া উত্তরে অবাঙালি ভোটারই বেশি,সেই জায়গা থেকে উমেশ রাই এলাকায় পরিচিত নাম।

মুকুল , বিজেপি ও হাওড়া উত্তর
প্রসঙ্গত, হাওড়া উত্তরে তৃণমূলের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা । যিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে, আগেই জানিয়ে তৃণমূলের থেকে সম্পর্ক ছেদের রাস্তায় হাঁটেন। তাঁকে নিয়ে জল্পনার মাঝেই মুকুল রায়ের ঘোষণা প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত তৃণমূলের দাবি কোনও গোষ্ঠীন্দ্বন্দের জের থেকেই সম্ভবত এভাবে আগেভাগে নাম ঘোষণা হল। এদিকে, মুকুল রায়ের ঘোষণার পর শেষমেশ দল হাওড়া উত্তর কেন্দ্রে উমেশ কেই দাঁড় করায় কী না , সেদিকে যেমন রাজ্য রাজনীতির নজর থাকবে, তেমনই দলে মুকুলের গুরুত্বও সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করে রয়েছে।