কলকাতা: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কালীঘাট থানা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দিয়েছে। সোমবার কল্যাণবাবুর বিরুদ্ধেও হাওড়ার গোলাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

হাথরসের নির্যাতিতার সঙ্গে সীতার তুলনা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ভারতীয় জনতা যুব মোর্চা নামে একটি সংগঠন সাংসদের বিরুদ্ধে সোমবার এফআইআর দায়ের করে।

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। নির্দিষ্ট একটি মোবাইল নম্বর থেকে ফোন করা হয় বলে অভিযোগ।

বিষয়টি কল্যাণবাবু কালীঘাট থানায় জানান। সাংসদের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এর আগে সোমবারই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার সঙ্গে হুমকি ফোনের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি দলের কর্মসূচিতে যোগ দিয়ে হাথরসের নির্যাতিতার সঙ্গে সীতার তুলনা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘‘রাবণের বদলে রামচন্দ্রের চ্যালারা সীতা দেবীকে অপহরণ করতেন তাঁর অবস্থাও নাকি হাথরসের নির্যাতিতার মত হত।’’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেওয়া সেই ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় জনতা যুব মোর্চা নামে একটি সংগঠনের অভিযোগ, কল্যাণের মন্তব্যে হিন্দু-ধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে।

সোমবার ওই সংগঠনটি শ্রীরামপুরের তৃণমূল সাংসদের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। ঠিক ওই দিন সন্ধেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুমকি ফোন পেয়েছেন বলে অভিযোগ। পুলিশ তাঁর নিরাপত্তা বাড়িয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I