বিবেকের শতরানে মুস্তাক আলিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার দপুটে জয়
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম শতরান এল বাংলার ওপেনার বিবেক সিংয়ের ব্যাট থেকে। সেই ইনিংসের বলে ঝাড়খণ্ডকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় হাসিল করল অনুষ্টুপ মজুমদারের দল। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দিলেন বাংলার বোলাররাও। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচের গতি-প্রকৃতি।

টসে জিতে ব্যাটিং
ঘরের মাঠ কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান তোলেন অনুষ্টুপ মজুমদাররা। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি ঝাড়খণ্ড। ১৬ রানে ম্যাচ জিতে যায় বাংলা।

দুর্দান্ত বিবেক
ওড়িশার বিরুদ্ধে গত ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান এসেছিল বাংলার ওপেনার বিবেক সিংয়ের ব্যাট থেকে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে তিনি ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছেন। ইডেনে ১৩টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে ৬৪ বলে ১০০ রানে পৌঁছেছেন বিবেক।

বাংলার দুর্ধর্ষ বোলিং
ঝাড়খণ্ডের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যাান্স করেন বাংলার বোলাররা। তিনটি উইকেট নেন তরুণ ইশান পোড়েল। ২ উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়। একটি করে উইকেট নেন অর্নব নন্দী, আকাশ দীপ, মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ।

বাংলার চিন্তা
ওড়িশা ম্যাচের মতো ঝাড়খণ্ডের বিরুদ্ধেও সেভাবে জ্বলে উঠতে পারেননি বাংলার ব্যাটসম্যানরা। ব্যতিক্রম একমাত্র বিবেক সিং। মঙ্গলবার মাত্র ৫ রান করেন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ১২ রান করেন মনোজ তিওয়ারি। ৬ রান করে আউট হন শাহবাজ আহমেদ। এই পারফরম্যান্স নিয়ে চিন্তায় থাকবে বাংলা টিম ম্যানেজমেন্ট।

বাংলার পরের ম্যাচ
আগামী ১৪ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে বাংলা। প্রতিপক্ষ হায়দরাবাদ। কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ম্যাচ।
ছবি সৌ:বিসিসিআই