বাংলায় ভ্যাকসিন কীভাবে সরবরাহ হচ্ছে! একনজরে রোডম্যাপ
ঘড়ির কাঁটায় তখন ভোর ৫:৫৫ মিনিট। পুনের সিরাম ইনস্টিটিউটের কার্যালয়ের সামনে পুলিশের আধিকারিক ফাটালেন নারকেল। এরপর পর পর ৩ টি ট্রাকে রএনা দিল সিরামের কোভিশিল্ড ভ্যাকসিন। মুহূর্তে তা পৌঁছে যায় পুনের বিমানবন্দরে। এরপর থেকে সারা ভারতের বিভিন্ন প্রান্তে চলে যায় ভ্যাকসিন।

কলকাতায় ভ্যাকসিন রূপরেখা
১১ মাসের প্রতীক্ষার পর আজ রাজ্যে ভ্যাকসিন আসছে। কলকাতা বিমানবন্দরে এই ভ্যাকসিন আসতেই সেখানে থেকে তা বিভিন্ন পথে সরবরাহের জন্য যাবে। তবে তার আগে রয়েছে কয়েকটি ধাপ।

কোথায় স্টোর থাকবে ভায়াল!
জানা গিয়েছে, ভায়াল এদিন বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে বাগবাজারে কেন্দ্রীয় মেডিক্যাল সেন্টারে। সেখান থেকে রাজ্যে কোল্ড চেইনে পৌঁছে দেওয়া হবে ভায়াল।

কতগুলি ভায়াল ও ডোজ
আপাতত সিরামের তরফে যে ভ্যাকসিন আসছে, তাতে রাজ্যে ৬৮,৯০০ ভায়াল থাকছে। এরফলে ৬ লাখ, ৮৯ জন রাজ্যে ভ্যাকসিন পাবেন। এদিকে, কোল্ড চেইন পয়েন্টে যে ভ্যাকসিন ভায়াল যাবে, তাকে বাদ দিয়ে বাকি অংশ হেস্টিংসের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে যাবে।

হেস্টিংসের স্টোর থেকে ভ্যাকসিন কোথায় যাবে?
জানা গিয়েছে, হেস্টিংসের স্টোরে যে ভ্যাকসিন থাকবে , তা পরে উত্তরপূর্বের রাজ্যগুলিতে বিমানপথে উড়ে যাবে। এদিকে, রাজ্যে তার হাজার ভ্যাকসিনেশন পয়েন্ট তৈরি সম্পন্ন। সেখানের প্রতি কেন্দ্রে দায়িত্বে থাকবেন ৪ হাজার ভ্যাকসিন অফিসার। নিরাপত্তার দায়িত্বে আড়াই লক্ষ পুলিশ ও ১ লক্ষ ১২ হার পুরকর্মী থাকবেন।
'রাজনৈতিক পরিবারতন্ত্র আইনকে ভয় পায়না, দেশকে অক্ষম করে', ফের টার্গেটে তির ছুঁড়লেন মোদী