রামনবমীর আগেই কি রং বদলাচ্ছে অধিকারী পরিবার? শিশিরের প্রতিক্রিয়ায় কিসের ইঙ্গিত
রামনবমী এলেই পদ্মফুটবে। শুভেন্দুর সেই দাবি কী অবশেষে সত্যি হতে চলেছে। রাম নবমী পর্যন্ত অপেক্ষা করতে হবে কি। শিশির অধিকারীকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যাব পদ থেকে অপসারণের পর সেই জল্পনা এখন চরমে উঠেছে। শিশির অধিকারি অবশ্য প্রতিক্রিয়ায় বলেছেন নো রিঅ্যাকশন, নো অ্যাকশন। তিনি দলের সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে প্রবীণ নেতার কাছে এটা যে প্রত্যাশিতই ছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

শিশিরের অপসারণ
সৌমেন্দুর পর এবার অধিকারী পরিবারের কর্তার পদ কেড়ে নিল তৃণমূল কংগ্রেস। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর বাবা এবং তৃণমূলের বর্ষিয়ান নেতা শিশির অধিকারীকে। তাঁর জায়গায় বসানো হয়েছে বর্তমানে শাসক দলের আস্থাভাজন অখিল গিরিকে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অখিল গিরিতেই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস।

শিশিররে প্রতিক্রিয়া
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের পর শিশির অধিকারী যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে এক প্রকার নিরুত্তাপ বলা চলে। শিশির অধিকারী প্রকাশ্যে দলের বিরুদ্ধে কোনও ক্ষোভ প্রকাশ করেননি। তবে এই পদক্ষেপ যে তার বিরুদ্ধে নেওয়া হবে সেটা প্রত্যাশিত ছিল বলেই মনে হয়েছে তাঁর বয়ানে। প্রবীণ নেতা বলেেছন দলের এই সিদ্ধান্ত নিয়ে কোনও রিঅ্যাকশনও নেই অ্যাকশনও নেই।

অখিল গিরির অভিযোগ
দায়িত্ব পেয়েই শিশির অধিকারীর বিরুদ্ধে মুখ খুলেছেন অখিল গিরি। তিনি অভিযোগ করেছেন গত ২ বছর ধরে শিশিরবাবু কোনও কাজ করছিলেন না এলাকায়। দলের হয়েও কোনও কাজ করছিলেন না তিনি। সেকারণেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের অন্য নেতারা বলেছেন, অসুস্থতার কারণেই কাজ করতে পারছিলেন না শিশির অধিকারী। তিনি নিজেই কাজের চাপ কমাতে বলেছিলেন। সেকারণেই তাঁকে সরিয়ে অখিল গিরিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি চাইলে ফের তাঁকে পদে বহাল করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

পদ্মের পথেই কি শিশিরও
শিশির অধিকারীর এই পদচ্যূতির পরেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি শান্তিকুঞ্জের রং পুরোপুরি গেরুয়া হতে চলেছে। কারণ সৌমেন্দুকে পুর প্রশাসকের পদ থেকে সরানোর পরেই তাঁকে বিজেপিতে নিয়ে আসেন শুভেন্দু। তিনি বলেছিলেন রামনবমীতে তাঁর পরিবারে পদ্মফুটবে। তাহলে কি সেই দিন আরও এগিয়ে আসছে।
'শোভন গ্রেফতার হোক, সামনাসামনি জেরায় বসতে চাই ', চিটফান্ড নিয়ে ছবি,নথি প্রকাশ্যে এনে বিস্ফোরক কুণাল