মুম্বই : রিজার্ভ ব্যাংক বাতিল করল মহারাষ্ট্রের বসন্তদাদা নগরী সহকারি ব্যাংকের লাইসেন্স। এর ফলে ১১ জানুয়ারি থেকে এই ব্যাংকটি কোনও ব্যবসা করতে পারবে না।

মহারাষ্ট্রের কমিশনার ফর কো-অপারেটিভ অ্যান্ড রেজিস্টার কো-অপারেটিভ সোসাইটিস(আর সি এস)কে অনুরোধ জানান হয়েছে এই ব্যাংকটিকে গুটিয়ে ফেলার পাশাপাশি একজন লিকুইডেটর নিয়োগ করার। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, এই ব্যাংকটি প্রয়োজনীয় নিয়ম বিধি মান ছিল না এবং একে কাজ চালিয়ে যেতে বলা হলে তা আমানতকারীর স্বার্থের পরিপন্থী হত।

এই ব্যাংকটির বর্তমান আর্থিক অবস্থা যা তা দিয়ে পুরো আমানত ফেরত দিতে সক্ষম হবে না। ব্যাংকটিকে এরপর কাজ চালিয়ে যেতে বলা হলে তা আমানতকারীদের স্বার্থের পরিপন্থী হিসেবে কাজ করতে হতো। ফলে জনস্বার্থে এটা প্রয়োজন ছিল।

তা ছাড়া লাইসেন্স বাতিল করে ব্যাংক গোটানোর প্রক্রিয়া শুরুর পাশাপাশি মহারাষ্ট্রের বসন্তদাদা নগরী সহকারি ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়ার শুরু হবে। এক্ষেত্রে শর্তসাপেক্ষে প্রত্যেক আমানতকারী সর্বাধিক ৫,০০,০০০ টাকা ফেরত পেতে পারবে ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের থেকে। এর ফলে ৯৯ শতাংশের বেশি এই ব্যাংকের আমানতকারী জমা থাকা পুরো টাকা ফেরত পাবে ডিআইসিজিসি থেকে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে।

প্রসঙ্গত রিজার্ভ ব্যাংক গত এক বছরে লাইসেন্স বাতিল করেছে মাপুসা ব্যাংক, সিকেপি কো-অপারেটিভ ব্যাংক এবং কারাদ জনতা সরকারি ব্যাংক। তা ছাড়া নিয়ন্ত্রক শাস্তিমুলক ব্যবস্থা নিচ্ছে একশোর বেশি কো-অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I