কলকাতা: টেস্ট বাড়তেই ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা৷ তবে রাজ্যে কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা,বাড়ছে সুস্থতার হার৷ এছাড়া বাংলায় চলে এসেছে করোনা টিকা কোভিশিল্ড৷
মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের৷ সোমবার ছিল ১৬ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যাটা ১০ হাজার ছুঁইছুঁই৷ তথ্য অনুযায়ী, ৯ হাজার ৯৭৫ জন৷
একদিনে আক্রান্ত ৭৫১ জন৷ সোমবার ছিল ৬১২ জন৷ এদিন ফের সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ল৷ তারকরান সোমবার তুলনামূলক কম টেস্ট হয়েছে৷ এদিন সেই বাড়তেই ফের বাড়ল সংক্রমণ ও মৃতের সংখ্যাটা৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৩৩ হাজার ২৪ টি৷ সোমাবার ছিল এই সংখ্যাটা ছিল ২৩ হাজার ৩১৩ টি৷
বাংলায় মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৫ লক্ষ ৬২ হাজার ৭২ জন৷ আর এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে প্রায় ৭৫ লক্ষ৷ তথ্য অনুযায়ী ৭৪ লক্ষ ৯৭ হাজার ৮৩৭ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮৩,৩০৯ জন৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০০ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
স্বস্তির খবর, রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৭৯ জন৷ সোমবার ছিল ৯৩৯ জন৷ রবিবার ছিল ৯৫৭ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৪৪ হাজার ৭০৫ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৬.৯১ শতাংশ৷ প্রায় ৯৭ শতাংশ৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৭ হাজারের সামান্য বেশি৷ তথ্য অনুযায়ী,৭ হাজার ৩৯২ জন৷ সোমবার ছিল ৭ হাজার ৫৩৮ জন৷ তুলনামূলক ১৪৬ জন কম৷
বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.