• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বুমরাহকে না পাওয়া গেলে ব্রিসবেন টেস্টে ভারতের সম্ভাব্য পরিবর্তনগুলি কী হতে পারে

  • |

৫০ শতাংশ ফিট থাকলেও সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতীয় দলের পেসবিভাগে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। বোর্ড সূত্রে এই খবরই পাওয়া যাচ্ছে। মঙ্গলবারই জানা যায়, অ্যাবডোমিনের চোটের জন্য চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ। বিসিসিআই সরকারি ভাবে ঘোষণা না করলেও বুমরাহের চোটের কারণে তাঁর ব্রিসবেন টেস্টে খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতীয় বোলিং নিয়ে দুশ্চিন্তা

ভারতীয় বোলিং নিয়ে দুশ্চিন্তা

বুমরাহকে না পেলে চতুর্থ টেস্টে বড় ক্ষতি ভারতের। আগেই দুই পেসার ও এক অলরাউন্ডারকে হারিয়েছে ভারত। ফলে ভারতের বোলিং নিয়ে দুঃশ্চিন্তা তৈরি হয়ে গিয়েছে।

ইতিমধ্যে বোলিং বিভাগে তিনজনকে হারিয়েছে ভারত

ইতিমধ্যে বোলিং বিভাগে তিনজনকে হারিয়েছে ভারত

ইতিমধ্যে অ্যাডিলেড টেস্টে বাউন্সারের আঘাতে শামি সিরিজ থেকে ছিটকে যান। এরপর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে উমেশ সিরিজ থেকে ছিটকে যান। পরে তৃতীয় টেস্টে স্টার্কের বাউন্সারের আঘাতে রবীন্দ্র জাদেজা ছিটকে যান। এবার চতুর্থ টেস্ট থেকে জসপ্রীত বুমরাহের ছিটকে যাওয়ার খবর।

কী হতে পারে বোলিং বিভাগ

কী হতে পারে বোলিং বিভাগ

বুমরাহকে না পাওয়া গেলে তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুর খেলতে পারেন। সিরিজের ফল এখন ১-১। এই অবস্থায়, ব্রিসবেনে সিরিজ নির্ণায়ক ম্যাচ। আর সেই ম্যাচে ভারতের হয়ে বুমরাহ ছিটকে গেলে, বোলিং বিভাগ সাজানোই মুশকিল। নবাগত সিরাজ-সাইনির সঙ্গে জুড়তে পারেন শার্দুল। অন্যদিকে জাদেজার পরিবর্তে ম্যানেজমেন্ট কুলদীপকে খেলায় কিনা, সেটাও দেখার।

হনুমার জায়গায় কে

হনুমার জায়গায় কে

অন্যদিকে তৃতীয় টেস্টের নায়ক হনুমা বিহারী হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে সিরিজের চতুর্থ ম্যাচে নেই। এই অবস্থায় শেষ টেস্টে হনুমার পরিবর্তে মায়াঙ্ক আগারওয়াল খেলতে পারেন।

English summary
IND vs AUS 4th test: Jasprit Bumrah Ruled Out of Brisbane Test Due to Abdominal Strain,what may be playing xi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X