ভ্যাকসিন নিয়ে ভারতে কাউন্টডাউন শুরু! আজ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক
দেশে কীভাবে ভ্যাকসিন সরবরাহ করা হবে, তা নিয়ে রূপরেখা চূড়ান্ত কার্যত হয়ে গিয়েছে। এদিন সেই পর্যায়ের আগে আরো একবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। এদিকে, সোমবারের এই উচ্চপর্যায়ের বৈঠকের আগে রবিবারই একাধিক রাজ্য জানিয়েছে, তারা ভ্যাকসিন দেওয়ার বিষয়ে সমস্ত রকমের প্রস্তুতি কার্যত নিয়ে নিয়েছে।

এখনও পর্যন্ত দেশে দুটি ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের জন্য কার্যকরী হিসাবে ছাড়পত্র পেয়েছে । এমন পরিস্থিতিতে কোন রাজ্যে ভ্যাকসিন দেওয়া নিয়ে কী পরিস্থিতি তা নির্ধারণ করতে এদিন মোদীর বৈঠক। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কন্ফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলবেন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার মুখ্যমন্ত্রীরা।
এদিকে, জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের সরবরাহ ১১ বা ১২ জানুয়ারি থেকেই থেকে শুরু হতে পারে পুনে থেকে। কড়া নিরাপত্তায় পুনে থেকে ভ্যাকসিন বোঝাই ট্রাক এজ থেকেই রওনা দেওয়া শুরু করতে পারে বলে খবর। এমন এক পরিস্থিতিতে আজ থেকেই কার্যত শুরু হয়ে যাচ্ছে ভারতে ভ্যাকসিনের কাউন্টডাউন।