রানাঘাট: বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়েছে। কোমর-বেঁধে নির্বাচনী ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধীরা। ২০১৯ সালের লোকসভা ভোটে এরাজ্যে বেশ খানিকটা সাফল্য পায় বিজেপি। তৃণমূলের মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছিল গেরুয়া-শিবির।
তারপর থেকে মতুয়া-শিবিরে গেরুয়া প্রভাব লক্ষ্য করা গিয়েছে। একুশের বিধানসভা ভোটের আগে মতুয়া মন পেতে তাই বাড়তি তৎপর শাসক তৃণমূল। আজ রানাঘাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের জন্য কী বার্তা দেন তৃণমূলনেত্রী, নজর সেদিকেই।
বিধানসভা ভোট যত এগোচ্ছে, রাজ্যের নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। একুশের নির্বাচনে নজরে মতুয়া ভোট। আজ রানাঘাটে সভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া শিবিরে হারানো জমি পুনরুদ্ধারে তৎপর রাজ্যের শাসকদল তৃণমূল।
সেই লক্ষ্যেই আজ রানাঘাটে সভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। তৃণমূলের মতুয়া ভোট ব্যাঙ্কে ধ্বস নামে। রানাঘাট লোকসভা কেন্দ্রের ৬টি বিধানসভা এলাকাতেই তৃণমূলের চেয়ে এগিয়েছিল বিজেপি।
রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্যতম প্রধান ফ্যাক্টর মতুয়ারা। সব দলই এব্যাপারে বাড়তি তৎপরতা নিয়ে থাকে। এমনিতেই মতুয়া সমাজে গত কয়েক বছরে ভালোরকম প্রভাব বাড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় নেতারা এরাজ্যে এসে মতুয়াদের নিয়ে বক্তব্য রেখেছেন।
বিজেপির একের পর এক সভায় মতুয়া সমাজের ভিড় লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই বিধানসভা ভোটের আগে মতুয়া-গড় রানাঘাটে নজর তৃণমূলের। আজ দলের সভায় মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন তৃণমূলনেত্রী? নজর সেদিকেই।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.