আইএসএল ২০২০-২১ : মুম্বইয়ের দাপটে গুটিয়ে এটিকে মোহনবাগান, গোলশূন্য প্রথমার্ধ
আইএসএলে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দাপট নিয়েই প্রথমর্র্ধ শেষ করল মুম্বই সিটি এফসি। অন্যদিকে সেভাবে দাগ কাটতে পারল না সবুজ-মেরুন। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হল প্রথম আইএসএলের প্রথম লিগ পর্বের শেষ ম্যাচ।

আজকের ম্যাচ জিতলে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার শীর্ষ স্থান ধরে রাখবে মুম্বই সিটি এফসি। ড্র করলেও ২৩ পয়েন্ট নিয়ে একই অবস্থানে দাঁড়িয়ে থাকবে অভিনেতা রনবীর কাপুরের দল। অন্যদিকে লিগ তালিকার শীর্ষ স্থানে থেকে প্রথম লিগ পর্ব শেষ করতে আজকের ম্যাচ জিততেই হবে এটিকে মোহনবাগান। ফলে ম্যাচের ওজন এবং গুরুত্ব বিরাট।
সেই মতো ম্যাচের প্রথম থেকেই চেনা ছন্দে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে মুম্বই সিটি এফসি। ওগেবেছে শিবিরের লাগাতার পরিকল্পিত আক্রমণে নাজেহাল হয়ে যায় এটিকে মোহনবাগানের রক্ষণভাগ। একবার তো গোলের খুব কাছে পৌঁছেও ফিরে আসতে হয় মউরতোদা ফল শিবিরকে। অন্যদিকে প্রথমার্ধে চেষ্টা করেও কোনও ইতিবাচক আক্রমণ তুলে আনতে পারেনি সবুজ-মেরুন। ফলে গোলশূন্যে অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
আজকের ম্যাচে চোট সারিয়ে এটিকে মোহনবাগানের জার্সিতে মাঠে নেমেছেন জাভি হার্নান্ডেজ। যদিও তাঁর উপস্থিতি প্রথমার্ধে সেভাবে চোখে পড়েনি। অন্যদিকে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে নিজেকে মেলে ধরতে পারেননি সবুজ-মেরুনের তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ। ফিকে লেগেছে ডেভিড উইলিয়ামস, কার্ল ম্যাকহুগ ও মনবীর সিংকেও।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধে ৬৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে মুম্বই সিটি এফসি। ৩৫ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখতে সক্ষম হয়েছে এটিকে মোহনবাগান। গোলমুখে তিনটি শট মেরেছে মুম্বই। সেই ঝুলি শূন্য সবুজ-মেরুনের।