স্বামী অশ্বিনে মজলেন স্ত্রী প্রীতি, মজাদার টুইটে মাত সোশ্যাল মিডিয়া
সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে বসা টেস্ট ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারতীয় ব্যাটসম্যান হনুমা বিহারী ও স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের নাছোড় ব্যাটিং। পাথরের মতো পিচ আঁকড়ে পড়ে থেকে হাসিমুখে মাঠ ছাড়েন দুই ক্রিকেটার। প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বিশ্ব। বিশেষ করে চাপের মুহূর্তে অফ স্পিনার অশ্বিন ছোট অথচ ম্যারথন ইনিংস ক্রিকেট প্রেমীদের মনে ধরেছে। স্বামীর পারফরম্যান্সে মজেছেন স্ত্রী প্রীতি অশ্বিন।

সিডনি টেস্ট শেষে সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেন প্রীতি অশ্বিন। তিনি জানান যে, তৃতীয় টেস্টের পঞ্চম দিনের আগের রাতে কীভাবে পিঠের যন্ত্রণায় ছটফট করেছেন রবিচন্দ্রণ অশ্বিন। পরিস্থিতি এমন ছিল যে সোমবার সকালেও তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না বলে লিখেছেন প্রীতি। দলের জন্য ব্যাট হাতে সেই ব্যক্তির নাছোড় লড়াই দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিনের স্ত্রী। সঙ্গে মসকরার ঢঙে আশঙ্কা প্রকাশ করেছেন যে সিডনি থেকে ব্রিসবেনে যাওয়ার বিমান ধরার আগে অশ্বিন হয়তো প্যাকিংয়ে তাঁকে সাহায্য করতে পারবেন না।

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩৩৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৪৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৬ উইকেট হারিয়ে ৩১২ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৪০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভাল হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ৯৭ রানের লড়াকু ইনিংস খেলেন ঋষভ পন্থ। ৭৭ রান করেন পূজারা। তবে পঞ্চম উইকেটে হনুমা বিহারী ও রবিচন্দ্রণ অশ্বিনের ৬২ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচ ড্র করতে প্রধান ভূমিকা নেয়। ১৬১ বলে ২৩ রান করেন হনুমা। ১২৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন অশ্বিন।
হনুমা-অশ্বিনের লড়াইয়ে সিডনিতে ঐতিহাসিক ড্র ভারতের, ৪২ বছর পর রাহানেদের নজির