• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চার জেলায় ১ জন করে করোনা আক্রান্ত, কলকাতা-উত্তর ২৪ পরগনায় শতাধিক

করোনা সক্রিয়ের হারে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে কলকাতা। দৈনিক সংক্রমণও এখন কমে দাঁড়িয়েছে ২০০-র নিচে। আর বাংলায় সংক্রমণে স্বস্তি দিয়ে চার জেলায় করোনা সংক্রমণ মাত্র ১ জন করে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া অন্য কোনও জেলাতেই ৫০-এর উপরে সংক্রমণ নেই।

Positive Story : রাজ্যে নতুন করে সুস্থের সংখ্যা বাড়ল ৯৫৭ জন

৪ জেলায় ১ জন করে করোনা আক্রান্ত, কলকাতা-উত্তর ২৪ পরগনায় কত

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা খানিক বেড়ে হয়েছে ৬১২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৬৪। উত্তর ২৪ পরগনায় ১৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমছে ধীরে ধীরে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩০১৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৪০৫।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৫৬৯২। শুধু এদিনই কলকাতায় ১৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩০১৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২১১৩৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫৩৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৩৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৯১৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬২ জন। মৃত্যু হয়েছে মোট ২৪০৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৫১২০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৫১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৬৫২৯। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৫০৭৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২ জন। হুগলিতে ৩৭ জন বেড়ে আক্রান্ত ২৮৯৯১ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৭৬৬৩, কোচবিহারে ১১৭৪৭, দার্জিলিংয়ে ১৮০৫৩, কালিম্পংয়ে ২১৯১, জলপাইগুড়িতে ১৪৫১১, উত্তর দিনাজপুরে ৬৫১২, দক্ষিণ দিনাজপুরে ৮১১৭, মালদহে ১২৫৬৩, মুর্শিদাবাদে ১২০৯৪, নদিয়ায় ২২১৪৭, বীরভূমে ৯৮১১, পুরুলিয়ায় ৭০৬৬, বাঁকুড়ায় ১১৫৮১, ঝাড়গ্রামে ৩০০২, পশ্চিম মেদিনীপুরে ২০০৪৪, পূর্ব মেদিনীপুরে ২০৩৭৭, পূর্ব বর্ধমানে ১২৪৭১, পশ্চিম বর্ধমানে ১৫৮৪২ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দক্ষিম দিনাজপুরে একজন করে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

English summary
Corona infection increased only one in four districts but Kolkata and North 24 pargana over hundred.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X