শোভন-বৈশাখী বিজেপির হয়ে পথে নামতেই বিস্ফোরক কুণাল ঘোষ, পাল্টা দিলেন শোভনও
৩ বছর পর বিজেপির হয়ে আজ কলকাতায় প্রথম রাজনৈকি কর্মসূচিতে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গতবারের ভুল শুধরে নিয়ে নির্ধারিত সময়েই রোড শো তৈরি করেছেন তাঁরা। পাল্টা শোভনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। খণ্ডঘোষের সভা থেকে কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছে বৈশাখীকে ছাড়া শোভন চট্টোপাধ্যায় রাস্তায় হাঁটেন না। পাল্টা দিলেন শোভন চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন কুণাল যে কতবড় ক্ষতি করেছে তৃণমূলের সেটা যখন মমতা বুঝতে পারবেন তখন আর কিছু করার থাকবে না।

শোভন-বৈশাখীকে আক্রমণ তৃণমূলের
আজ শহরের পথে ৩ বছর পর প্রথম রাজনৈতিক কর্মসূচি করলেন শোভন চট্টোপাধ্যায়, অবশ্যই তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষ থেকে শোভন-বৈশাখীর রোড শোকে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন এমন লোককে কলকাতার পর্যবেক্ষক পদে বসিয়েছে বিজেপি যিনি বান্ধবী বৈশাখীকে ছাড়া রাস্তায় হাঁটেন না।

পাল্টা আক্রমণ শোভনে
রোড শো থেকে পাল্টা কুণালকে আক্রমণ করে শোভন চট্টোপাধ্যায় বলেছেন কুণাল যে কত বড় ক্ষতি করেছে তৃণমূল কংগ্রেসের সেটা এখনও বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বুঝবেন তখন কিছু করার থাকবে না। সুদীপ্ত সেনকে মমতার কাছে প্রথম নিয়ে গিয়েিছলেন কুণাল ঘোষই। একাধিক সাংবাদ মাধ্যম খুলে কুণাল ঘোষই সুদীপ্ত সেনের চিটফান্ডের প্রচার চালিয়েছিলেন। এমনকী সারদা কাণ্ডের তদন্তের সময় কুণাল ঘোষই মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি করেছিলেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়।

পাল্টা আক্রমণ বৈশাখীর
কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। শোভন আর বৈশাখী বিজেিপর ওপেনিং ব্যাটস ম্যান সেকারণেই তাঁদের সামনে রেখেই কলকাতায় লড়াইয়ে নেমেছে বিজেিপ। কারণ তাঁরা জানেন শোভন বৈশাখী একসঙ্গে রাস্তায় নামলে সামনে কেই দাঁড়াতে পারবে না। রাজনৈতিক মঞ্চে তাঁরা অত্যন্ত সফল বলেই বিজেপি তাঁদের উপর ভরসা করেছে বলে পাল্টা দাবি করেছেন বৈশাখী। কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বৈশাখী বলেছেন তিনি নিজে সারদার টাকা নিয়ে এখন অন্যের উপর দায় চাপাচ্ছেন।

শোভন বৈশাখীর রোড শো
অবশেষে ভুল শুধরে নিয়েই নির্ধারিত সময়েই আজ গোলপার্ক থেকে রোড শো শুরু করেন শোভন- বৈশাখী। গতবারের পরিস্থিিত যাতে আর তৈরি না হয় এই নিয়ে সতর্ক ছিল বিজেপিও। কলকাতায় পর্যবেক্ষক পদে বসানো হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। তাই রোড শো শুরু করেই বিজেপির জয়ের গান গেয়েছেন শহরের প্রাক্তন মেয়র। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন আদর্শ চ্যূত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেকারণেই তাঁরা নিজেদের রক্ত ঘাম দিয়ে তৈরি করা পার্টি ছেড়ে বিরিয়ে এসেছেন।
শোভন তিন বছর পর রাজনৈতিক মিছিলে! বৈশাখীকে নিয়ে সন্দেহ দূর করলেন বিজেপির