সিডনিতে ঐতিহাসিক ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোথায় দাঁড়িয়ে ভারত
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টেস্ট জেতেনি ঠিকই, কিন্তু হারা ম্যাচ ড্র করে পরের ম্যাচের জন্য যথেষ্ট আত্মবিশ্বাস সঞ্চয় করেছে। আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, তা দেখে নেওয়া যাক।

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজই মূল
১৩টি টেস্ট ম্যাচের ৮টি জিতে এবং তিনটি হেরে ৩২২ পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষেই বসে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্টের শতকরা হার ৭৩.৮ শতাংশ। ১২টি টেস্টের ৮টি জেতা ও তিনটিতে হার হজম করে ৩৯০ পয়েন্টে দাঁড়িয়ে থাকা টিম ইন্ডিয়া তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পয়েন্টের শতকরা হার ৭০.২ শতাংশ। যদি বর্ডার-গাভাসকর ট্রফির পরের টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া জিতে যায়, তবে দ্বিতীয় স্থানে উঠে আসবে নিউজিল্যান্ড। তিনে নেমে যাবে ভারত।

কোথায় রয়েছে নিউজিল্যান্ড
আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের অধীনে ১১টি টেস্ট ম্যাচ খেলে ৪২০ পয়েন্ট হাসিল করেছে নিউজিল্যান্ড। সাতটি ম্যাচ জেতা এবং চারটি ম্যাচ হেরে যাওয়া কিউয়ি শিবির ৭০ শতাংশ পয়েন্টের হার নিয়ে ক্রম তালিকার তৃতীয় স্থানেই অবস্থান করছে।

চতুর্থ ও পঞ্চম স্থানে কারা
২৯২ পয়েন্ট ও ৬০.৮ শতাংশ পয়েন্টের হার নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। ১৪৪ পয়েন্ট ও ৪০ শতাংশ পয়েন্টের হার নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

তালিকার শেষের দিকে কারা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ তালিকার ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দেশের পয়েন্টের শতকরা হার যথাক্রমে ৩০.৭ ও ২২.২। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের শতকরা হার ১১.১।