কলকাতা: বদলি হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার রাঠৌর অমিতকুমার ভরত৷ তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে৷ যদিও নবান্ন একে ‘রুটিন’ বদলি বলে দাবি করছে৷

রবিবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে তিন আইপিএস বদলের নির্দেশ দেওয়া হয়৷ এরা হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার রাঠৌর অমিতকুমার ভরত,আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় ও সৈকত ঘোষ৷

ঝাড়গ্রামের পুলিশ সুপার রাঠৌর অমিতকুমার ভরতকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশের কমান্ড্যান্ট পদে৷ এটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ৷ অন্যদিকে অমিত কুমারের জায়গায় ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার হলেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়৷ তিনি বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিক পদে নিযুক্ত ছিলেন। সেই পদে স্থলাভিষিক্ত হয়েছেন আইপিএস সৈকত ঘোষ।

এর আগে তিন আইপিএসকে ছাড়ার জন্য রাজ্যকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক৷ ওই চিঠির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন, এভাবে পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলানোর মাঝেই তিন আইপিএসকে কেন্দ্রের ডেপুটেশন চাওয়া সম্পূর্ণ বেআইনি৷

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিতর্কে জড়িয়ে-পড়া তিন আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডেকে রাজ্যের বাইরে বদলি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক সূত্রে এই খবর মিলেছে। প্রথমে ওই তিন অফিসারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর রাজ্য সরকারের তরফে পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ওই অফিসারদের ছাড়া হবে না।

সূত্রের খবর, তার পর ওই তিন অফিসারকে দ্রুত রিপোর্ট করতে বলে চিঠি দেয় কেন্দ্র। রাজ্য সরকারকে লেখা ওই চিঠিতে তাঁদের অবিলম্বে দিল্লিতে রিপোর্ট করতে বলেছে। এই তিনজনের নতুন পোস্টিংয়ের কথাও জানানো হয়েছে সেই চিঠিতে। এই মুহূর্তে ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠিকে সরানো হচ্ছে এসএসবিতে। আইটিবিপিতে নতুন পদ পাচ্ছেন দক্ষিণবঙ্গের এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র এবং ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে নিয়ে যাওয়া হবে পুলিশ রিসার্চ ব্যুরো বা বিপিআরডি-তে। ২৪ ঘন্টার মধ্যে তাঁদের নিজেদের দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ বছরের জন্য তাঁদের ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র।

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই নির্দেশ আইপিএস ক্যাডার রুল ১৯৫৪-এর পরিপন্থী। কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতার অপব্যবহার করছেন বলেও অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, কোনও ভাবেই কেন্দ্রের এই গা জোয়ারি মেনে নেওয়াও যাবে না। পশ্চিমবঙ্গ এই অসংসদীয় শক্তির সামনে মাথা নোয়াবে না।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দেশি ব্র্যান্ডগুলি কতটা সমস্যার মধ্যে রয়েছে , তারাও কী ভাবছেন আগামী নিয়ে? জানাবেন ডঃ মহুল ব্রহ্ম।