করোনা ভ্যাকসিন কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি কেন্দ্রের! রাজ্যে কবে আসছে টিকা?
করোনা ভ্যাকসিন কেনার জন্যে পুণের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে মউ স্বাক্ষর করল কেন্দ্রীয় সরকার। পূর্ব ঘোষিত দরেই কেন্দ্রকে করোনা ভ্যাকসিন বিক্রি করতে চলেছে সিরাম ইনস্টিটিউট। ২০০ টাকা প্রতি ডোজ দরে এই ভ্যাকসিন কিনতে চলেছে সরকার। জানা গিয়েছে ১৬ তারিখ থেকে শুরু হতে চলা টিকাকরণ সুষ্টু ভাবে চালানোর লক্ষ্যে মঙ্গলবার থেকেই টিকা সরবরাহ শুরু করবে সিরাম।

ইতিমধ্যেই দুই দফা মহড়ায় প্রস্তুতি সারা হয়েছে
ভ্যাকসিনেশনের জন্য ইতিমধ্যেই দুই দফা মহড়ায় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এদিকে, আগামীকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিন চলে আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে এমনই জানা গিয়েছে। এদিকে, করোনার ভ্যাকসিনেশনের জন্য রাজ্যের স্বাস্থ্য দফতর প্রস্তুত বলে জানা গিয়েছে।

কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার
জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য করোনার দুটি ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে এ দেশে ভ্যাকসিনেশনের কাজ শুরু করা হবে। এদিকে, করোনার ভ্যাকসিনেশনের বিষয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে বসেন।

মঙ্গলবার এ রাজ্যে ভ্যাকসিন চলে আসার সম্ভাবনা
এই পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভ্যাকসিনেশনের জন্য আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার এ রাজ্যে ভ্যাকসিন চলে আসার সম্ভাবনা রয়েছে। ভ্যাকসিনেশনের জন্য এ রাজ্যে কোভিশিল্ড আসবে বলে জানা গিয়েছে। ভ্যাকসিন আসার পরে কলকাতায় প্রথমে তা স্টোরে রাখা হবে।

বিভিন্ন সেন্টারে এই ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হবে
এরপর বিভিন্ন সেন্টারে এই ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হবে। প্রথমে স্টোরে রাখা এবং পরে স্টোর থেকে রাজ্যের বিভিন্ন সেন্টারের ভ্যাকসিন পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে, কত পরিমাণে ভ্যাকসিন এ রাজ্যে আসবে, সেই বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে কিছু জানা যায়নি।