ভরা পৌষে রেকর্ড গরম! বাংলায় শীত-সম্ভাবনা নিয়ে আবহাওয়ার রিপোর্ট কোন পূর্বাভাস দিচ্ছে
লেপ জড়ালেই হাঁসফাঁসানি বাড়ছে। গায়ে রাখা যাচ্ছে না মোটা উলের সোয়েটার! জানুয়ারির ঠান্ডায় যেখানে ভোজন প্রিয় বাঙালি কবজি ডুবিয়ে মাছ, মাংস সহকারে রোদের তেজের নিচে পিকিনিকে মন দেয়, সেখানে এই মুহূর্তে রোদের তেজ অস্বস্তি দিচ্ছে। এমন পরিস্থিতি নিয়ে জানুয়ারিতে তাপমত্রার উত্থান নিয়ে কী জানা যাচ্ছে দেখা যাক। জানা যাক পশ্চিমবঙ্গের আবহাওার গতিবিধি।

জানুয়ারিতে রেকর্ড গরম!
আজ ২৭ পৌষ। ভরা পৌষে যেখানে ঠান্ডার আমেজ তুঙ্গে থাকে, সেখানে বাংলায় উষ্ণতার পারদ চড়ছে। আবহবিদদের দাবি, গত ৫ বছরের তুলনায় এটিই রাজ্য়ের উষ্ণতম জানুয়ারি। গত ৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতেই এমন তথ্য মিলছে।

কলকাতার তাপমাত্রা
১১ জানুয়ারির সর্বনিম্ন তাপমাত্রা ২০. ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। সর্বোচচ্ তাপমাত্রা শহরে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে পৌষেই গলদঘর্ম বাঙালি। এদিকে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ।

শীত পড়ার সম্ভাবনা কবে?
জানা গিয়েছে, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে পুবালি হাওয়া ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় উত্তর পশ্চিমের রাজ্যে আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রা কমতে পারে। রাজ্যেও মঙ্গলবার সামান্য হলেও তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। তবে মোটের ওপর আবহাওয়ায় সেভাবে কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৭.৫
বালুরঘাট ১৯.৫
বাঁকুড়া ১০.৮
বর্ধমান ১৭.৪
ব্যারাকপুর ১৭.৪
কোচবিহার ১৪.০
দার্জিলিং ৫.২
হলদিয়া ১০.৮
কৃষ্ণনগর ১৭.৮
মেদিনীপুর ১০.৬
শ্রীনিকেতন ১৫.২