করোনায় বাংলায় স্বস্তি ভ্যাকসিন আসার আগেই, এক ধাক্কায় সংক্রমণ কমল অনেকটাই
করোনায় স্বস্তি ফিরছে বাংলায়। বাংলায় করোনা ভ্যাকসিন আসার আগের দিনই এক ধাক্কায় অনেকটাই নেমে গেল করোনা গ্রাফ। সোমবার দৈনিক করোনা সংক্রমণ কমে ৬০০-র কাছে। একুশে পা দিতেই করোনার গ্রাফ নিম্মমুখী হচ্ছিল। দৈনিক সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে করোনা সক্রিয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছেন ৭৫০০-এ।


একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬১২ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৬০ হাজার ৭০৯ জন। এদিন ৬১২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬১ হাজার ৩২১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯৫৭। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৬১ হাজার ৩২১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৩৮ জন। এদিন ৩৪৩ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৩৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৪৩ হাজার ৮২৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.৮৮ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৪ লক্ষ ৬৪ হাজার ৮১৩ জনের। ১০০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮২৯৪২। এদিন টেস্টিং হয়েছে ২৩৩১৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৫২ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৫৬৯২। এদিন ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৯১৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ জন বেড়ে হয়েছে ৩৬৫২৯। হাওড়ায় আক্রান্ত ৩৫০৭৫। এদিন আক্রান্ত হয়েছেন ২২ জন। হুগলিতে ৩৭ জন বেড়ে আক্রান্ত ২৮৯৯১ জন।