সিডনি টেস্ট ড্র করে কিংবদন্তি সৌরভ-কপিলকে ধরে ফেললেন রাহানে! কী বলছে পরিসংখ্যান?
মেলবোর্নে দুর্দান্ত জয়ের পর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ড্র করে মাঠ ছেড়েছে ভারত। কার্যনির্বাহী অধিনায়ক অজিঙ্ক রাহানে নেতৃত্বের ধরন ও শান্ত স্বভাব ক্রিকেট প্রেমীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। একই সঙ্গে সিডনি টেস্টে অজি শিবিরকে আটকে দিয়ে নেতা হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন জিঙ্কস। যে নজির নেই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং গ্রেট মহেন্দ্র সিং ধোনিরও।

নেতা রাহানের কীর্তি
সিডনি টেস্ট নিয়ে মোট চারটি ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্ক রাহানে। তিনটি টেস্ট জিতেছেন, একটি ড্র করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্ট খেললেন রাহানে। একটি জিতে এবং একটি ড্র করে দুই ম্যাচেই অপরাজিত থেকেছেন ভারতীয় ক্রিকেট দলের কার্যনির্বাহী নেতা। এমন নজির কেবল আর দুই দল ভারতীয় ক্রিকেটারেরই রয়েছে।

২০০৩ সালে সৌরভ
২০০৩-২০০৪ মরসুমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ব্রিসবেনে হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ ড্র করেছিল ভারত। অ্যাডিলেডে হওয়া দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। অর্থাৎ অজিভূমে অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে অপরাজিত ছিলেন মহারাজও।

সর্বাগ্রে কিংবদন্তি কপিল
১৯৮৫-১৯৮৬ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দুটি টেস্ট অপরাজিত ছিল ভারত। অর্থাৎ উপরোক্ত ক্লাবের সবচেয়ে প্রাচীন সদস্য ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক।

বিরাটের নেতৃত্বে টেস্ট সিরিজ জয়
যদিও বিরাট কোহলিই প্রথম ভারতীয় তথা এশিয় ক্রিকেট অধিনায়ক, যিনি অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়েছে। একই কাজ অজিঙ্ক রাহানে করে দেখাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।
সিডনিতে ঐতিহাসিক টেস্ট ড্র-এর নায়ক হাই ডোজের পেইন কিলার!