হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দুরন্ত লড়াই হনুমার! দ্রাবিড়ের জন্মদিনে সিডনিতে 'দেওয়াল' হলেন বিহারী
হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দুরন্ত লড়াই হনুমা বিহারীর! পঞ্চম দিনে ৮ উইকেটের পুঁজি নিয়ে ভারতের টার্গেট ছিল ৩০৯ রান। মূলত ম্যাচ ড্র করাই ছিল টার্গেট। সেখানে দাঁড়িয়ে ঋষভের ৯৭ ও পূজারার ৭৭ রানে লড়াইয়ে ম্যাচ জমে যায়। কিন্তু চা পানের বিরতির আগে দুই ব্যাটসম্যানই সাজঘরে ফিরে যাওয়ায় কঠিন পরিস্থিতির মুখে পড়ে ভারত।

সিডনিতে ভারতের ত্রাতা হনুমা বিহারী
আর সেখান থেকেই ভারতের ত্রাতা হনুমা বিহারী। চলতি অজি সফরে এখনও পর্যন্ত দামি কোনও ইনিংস খেলে উঠতে না পারলেও আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জীবনের অন্যতম সেরা ইনিংস খেলে ভারতের হয়ে ম্যাচ বাঁচালেন হনুমা।

অশ্বিনকে সঙ্গে নিয়ে টেস্ট ড্র করলেন বিহারী
হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে হনুমা এদিন দৌড়তেও পারছিলেন না। এই পরিস্থিতিতেই অশ্বিনের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৫৯ বল খেলে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। অবিভক্ত এই পার্টনারশিপে ভর করেই দিনের শেষে সিডনি টেস্ট ড্র করল ভারত। হনুমা বিহারী ১৬১ বল খেলে ২৩ ও অশ্বিন ১২৮ বল খেলে ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচ ড্র করে মাঠ ছাড়েন।

রাহুল দ্রাবিড়ের জন্মদিনে অজিভূমে 'দেওয়াল' হয়ে উঠলেন হনুমা
প্রসঙ্গত আজ রাহুল দ্রাবিড়ের ৪৮ তম জন্মদিন। ভারতের প্রাক্তন অধিনায়ক দ্রাবিড় ক্রিকেটদুনিয়ায় 'দ্য ওয়াল' নামে পরিচিত। সিডনিতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের হয়ে পঞ্চম দিন 'দ্য ওয়াল' কে হবেন এটাই প্রশ্ন ছিল। এদিন ৯৮/২ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে পূজারা ৭৭ রান হাঁকিয়ে আউট হলে, শেষ সেশনে পাঁচ উইকেটের পুঁজি নিয়ে ভারত এই ম্যাচ ড্র করতে পারবে কিনা, সেই প্রশ্নে উত্তেজনার পারদ চড়তে শুরু করে।

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে হনুমার লড়াই
সেখানেই রাহুল দ্রাবিড়ের জন্মদিনে সিডনিতে হনুমা বিহারী 'দেওয়াল' হয়ে উঠলেন। তাঁর ধৈর্যের পরীক্ষার সামনে জেতার সুযোগ হারাল অস্ট্রেলিয়া। প্রায় চার ঘন্টার কাছাকাছি সময় ব্যাট করে এদিন উইকেটে পরে থেকে অশ্বিনের সঙ্গে বিহারী ম্যাচ ড্র করান। এদিন হ্যামস্ট্রিংয়ের চোট না পেলে, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন হনুমা।
সিডনিতে ঐতিহাসিক ড্র ভারতের, ঋষভের গড়ে দেওয়া ভিতে অশ্বিনকে নিয়ে লড়াইয়ে ম্যাচ বাঁচালেন হনুমা