কর্ণাটকে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক, মারা গেলেন স্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক ও তাঁর স্ত্রী বড় দুর্ঘটনার মুখে পড়লেন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলায়। এই মর্মান্তিক ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী স্ত্রী প্রয়াত হয়েছেন। মন্ত্রী নিজে গুরুতর আহত হয়েছেন। তাঁকে গোয়া নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী ছাড়াও এক কর্মকর্তা প্রয়াত হয়েছেন।

শ্রীপদ নায়েক কেন্দ্রের আয়ুর্বেদ, যোগ, হোমিওপ্যাথি ও ন্যাচেরোপ্যাথি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রকেরও তিনি রাষ্ট্রমন্ত্রী। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এই ঘটনায় নায়েকের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
Shocked to know that the car which Union Minister Shripad Naik ji was travelling met with an accident in Uttara Kannada and the death of his wife. My heartfelt condolences on the tragic death of Smt Naik and prayers for the speedy recovery of Shri Naik and those injured.
— B.S. Yediyurappa (@BSYBJP) January 11, 2021
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের সঙ্গে কথা বলেছেন। সবরকম চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। দরকারে দিল্লি উড়িয়ে আনার কথাও হয়েছে।
रक्षा राज्य मंत्री श्री श्रीपद नाइक के सड़क दुर्घटना में घायल होने के समाचार से मैं स्तब्ध और अत्यंत दुखी हूँ।गोवा के मुख्यमंत्री श्री प्रमोद सावंत से मेरी बातचीत हुई है।श्रीपदजी के इलाज का समुचित प्रबंध राज्य सरकार कर रही है। ईश्वर से प्रार्थना है कि श्रीपदजी जल्दी स्वस्थ हों।
— Rajnath Singh (@rajnathsingh) January 11, 2021