বঙ্গবিজেপির নজরে সংখ্যালঘু ভোট! জমি পোক্ত করতে কোন স্ট্র্যাটেজিতে পদ্ম শিবির
বাংলা জুড়ে ২০২১ এ যে মেরুকরণের ভোটই সম্ভাব্য,তা নিয়ে কার্যত একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে, বাংলা দখলে ক্রমাগত অঙ্ক কষে এগিয়ে যাচ্ছে বিজেপি। তবে বাংলার মসনদ দখলে যে ৩০ শতাংশ মুসলিম ভোটের একটা অংশ তাদের কাছে তাৎর্যপূর্ণ , তা বলাই বাহুল্য। আর সেই লক্ষ্যে বাংলার বুকে বিজেপি কোন স্ট্র্যাটেজিতে রয়েছে, দেখা যাক।

নজরে কোন বলয়?
মুসলিম ভোট পেতে মরিয়া বিজেপি দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমানের মন্তেশ্বর সহ একাধিক জায়গায় সংখ্যালঘুদের ঘিরে যোগদান মেলা শুরু করেছে। আর এই অভিযানে বিজেপির মুখ তাদের বঙ্গ নেতৃত্বের সংখ্যালঘু সেলের রাজ্যসভাপতি আলি হোসেন।

গেরুয়া শিবিরে কোন তৎপরতা
রাজ্যের বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যসভাপতি আলি হোসেন এক জনপ্রিয় বাংলা দৈনিককে জানিয়েছেন, বিজেপি মুসলিম বিরোধা এমন তকমা দিয়ে তৃণমূল থেকে কংগ্রেস , সিপিএম সকলে মানুষকে ভুল বুঝিয়েছে। আর এখন মানুষ বুঝতে পেরেছেন বিজেপি তাঁদের ভালো চায়।আর এই বার্তা দিয়ে হোসেন আলি কার্যত স্পষ্ট করেছেন যে ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট তাঁদের কাছে কতটা গুরুত্বের।

মিমকে ঘিরে নজর
এদিকে, মুসলিম সমাজের ভোট তৃণমূলের ঝুলি থেকে মিম কতটা কাটতে পারে, তা নিয়ে রাজ্যে ব্যাপক জল্পনা। সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপিও। প্রসঙ্গত, মিমকে নিয়ে দিলীপ ঘোষের কণ্ঠে যেমন সদর্থক বার্তা পাওয়া যায়,তেমনই একই সুরে কথা বলছেন হোসেন আলিও। মিম সম্পর্কে দিলীপ ঘোষ বলেছিলেন, সমস্ত রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোটে লড়ার। এদিকে, হোসেন আলি বলছেন, মিম ভোটে দাঁড়ালে তাঁদের কোনও আপত্তি করার কারণ নেই।

বিজেপির সামনে চ্যালেঞ্জ
প্রসঙ্গত,সিএএ, এনআরসি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া বা অযোধ্যা মামলার রায়ের পর সরকারি পদক্ষেপ ঘিরে মুসলিম মন জয় করা নিয়ে বহুরাজ্যেই কিছুটা চ্যালেঞ্জের মুখে বিজেপি। এছাড়াও দিল্লির হিংসা সেই তালিকায় আলাদাভাবে তাৎপর্যপূর্ণ। এমন পরিস্থিতিতে বাংলার বুকে বিজেপি কোনপথে চলে সেদিকে তাকিয়ে রাজ্যরাজনীতি।
বিজেপির হয়ে সংঘ প্রচারকরা জয়ের ভিত গড়ছেন, 'আন্ডার কারেন্ট’ একুশের ভোটে