আপ বিধায়ক জেল হেফাজতে! যোগী সরকারের বিরুদ্ধে সমালোচনার ‘শাস্তি’
আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার উত্তরপ্রদেশ সরকার এবং রাজ্যের হাসপাতালগুলির বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করা হয়েছে। এমপি-এমএলএ আদালতে তাঁর জামিনের আবেদনের পরবর্তী শুনানি হবে ১৩ জানুয়ারি।

গত ২৪ ঘন্টায় সোমনাথ ভারতীর বিরুদ্ধে মোট দুটি এফআইআর দায়ের করা হয়েছে। আমেঠি ও রায়বারেলিতে একটি করে অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। তিনি টুইট করে জানান, আমার জামিনের আবেদন ১৩ জানুয়ারি পর্যন্ত বিচারাধীন, তা শুনে অবাক হয়েছি। আমাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করা হয়েছে।
আপ বিধায়ক বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের রায় নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ফোনের লোকেশন খতিয়ে দেখলেই আসল সত্য বেরিয়ে আসবে। আমি যোগীর দুরাচারের বিরুদ্ধে উত্তর প্রদেশবাসীর পক্ষ থেকে লড়াই চালিয়ে যাব। তিনি টুইট করে তা জানিয়েছেন।
সোমনাথ ভারতীর আইনজীবী জানিয়েছেন, "এই মামলায় পুলিশ সোমনাথ ভারতীর রিমান্ড চেয়েছিল, যার ফলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে। সুপ্রিম কোর্টে এমন একটি আইন রয়েছে, যে ক্ষেত্রে সাত বছরেরও কম শাস্তি পাওয়া যায়। সোমনাথ ভারতী দিল্লির প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কও ছিলেন এবং তাঁর কাছ থেকে কোনওরকম আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা ছিল না।
ভারতীর গ্রেপ্তারের কয়েক ঘন্টা আগে, ডানপন্থী এক কর্মী দিল্লির বিধায়ককে কালি ছুঁড়ে মারেন। সেইসময় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার পর উত্তরপ্রদেশের রায়বরেলির একটি অতিথিশালা থেকে বেরিয়ে আসছিলেন। কালি ছুঁড়ে মারার কয়েক মিনিট পরে ভারতী টুইটারে একটি ভিডিও রিটুইট করেন। সেখানে উত্তরপ্রদেশের মহিলার উপর অত্যাচার, শিক্ষার দুর্বল অবস্থা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করা হয়।