• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অস্ট্রেলিয়ার মাটিতে এমন কাজ করা একমাত্র ভারতীয় ব্যাটসম্যান নন হনুমা!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ড্র করে এক নতুন অধ্যায় রচনা করেছে ভারতীয় ক্রিকেট দল। সিডনিতে হনুমা বিহারীর ছোট অথচ নাছোড় ইনিংস নিয়ে বিশ্ব ক্রিকেটে তুমুল চর্চা শুরু হয়েছে। অথচ হনুমাই প্রথম ভারতীয় ব্যাটসম্যান নন, যিনি অস্ট্রেলিয়ার মাটিতে এই কাজ করে দেখিয়েছেন। এ সংক্রান্ত পরিসংখ্যানে নজর ফেরানো যাক।

হনুমার ব্যাটিং

হনুমার ব্যাটিং

সিডনি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে পরিবর্তন ঘটানো হয়। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। ছয় নম্বরে নামেন হনুমা বিহারী। সেই সিদ্ধান্ত স্বার্থক বলে সিদ্ধ হয়। ১১৮ বলে ৯৭ রানের দাপুটে ইনিংস খেলে ভারতকে ড্র-এর দিকে এগিয়ে নিয়ে যান পন্থ। ১৬১ বলে ২৩ রানের ছোট অথচ ম্যারাথন ইনিংস খেলে ষোলোকলা পূর্ণ করেন বিহারী। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে হনুমার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল মাত্র ১৪.২৯।

হনুমা একা নন

হনুমা একা নন

মন্থর গতিতে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট ড্র করা একমাত্র ভারতীয় ব্যাটসম্যান নন হনুমা বিহারী। ১৯৮৩-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য যশপাল শর্মা রয়েছেন তালিকার শীর্ষ স্থানে। ১৯৮১ সালে অ্যাডিলেড ওভালে হওয়া টেস্টে ১৫৭ বলে ১৩ রান করে ম্যাচ বাঁচিয়েছিলেন যশপাল। ১৬৯ মিনিট তিনি ক্রিজে কাটিয়েছিলেন।

বিশ্ব তালিকার শীর্ষে কে

বিশ্ব তালিকার শীর্ষে কে

বিশ্ব তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ডে প্রাক্তন ক্রিকেটার জন ম্যারি। যিনি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ বল খেলে ৩ করে অপরাজিত থেকেও সেই টেস্ট ম্যাচ বাঁচাতে পারেননি।

হনুমা বিহারীর টেস্ট কেরিয়ার

হনুমা বিহারীর টেস্ট কেরিয়ার

ভারতের হয়ে ১২টি টেস্ট ম্যাচ খেলে ৬২৪ রান করেছেন হনুমা বিহারী। একটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে তঁর ব্যাটিং গড় ৩২.৮৪।

ধোনি-রোহিত-রাহানেদের সঙ্গে বেবি গার্লদের ফাদার্স ক্লাবে বিরাট

English summary
Is Hanuma Vihari first person in Indian cricket who played important match in Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X