৭৩’ ফের গোলের সুযোগ চলে এসেছিল মুম্বইয়ের কাছে। ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে পরিবর্ত লে ফন্ড্রের প্রচেষ্টা প্রতিহত করলেন অরিন্দম

৭২’ পরিবর্তন মুম্বইয়ের। গোলদাতা ওগবেচেকে তুলে লে ফন্ড্রেকে মাঠে নামালেন সার্জিও লোবেরা

৬৯’ গোওওওল… বার্থোলোমিউ ওগবেচের গোলে ম্যাচে এগিয়ে গেল মুম্বই সিটি এফসি। প্রতি-আক্রমণ থেকে হুগো বোউমাসের সাজানো বল থেকে দূরহ কোন থেকে দুর্দান্ত ফিনিশ ওগবেচের

৬১’ রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে হলুদ কার্ড দেখলেন এটিকে-মোহনবাগানের মিডফিল্ডার জাভি

৫৮’ প্রতি-আক্রমণ থেকে গোলের সুবর্ণ সুযোগটি হারালেন এদু গার্সিয়া। প্রণয়ের থ্রু ধরে স্প্যানিয়ার্ডের শট পোস্টে লেগে প্রতিহত

বল পজেশন- মুম্বই ৬৬% এটিকে-মোহনবাগান ৩৪%

৫৪’ কর্নার পেল মুম্বই। বিপিনের কর্নার থেকে অমেয় রানাওয়াদের কার্লিং শট ফের কর্নারের বিনিময়ে রক্ষা অমরিন্দরের

৫৩’ এদু গার্সিয়ার দুরন্ত ফ্রি-কিক শরীর ছুঁড়ে রক্ষা করলেন অমরিন্দর

৫২’  নিজেদের বক্সের বাইরে উইলিয়ামসকে ফাউল বোউমাসের। ফের ফ্রি-কিক মেরিনার্সদের অনুকূলে

৪৮’ এবার হলুদ কার্ড দেখলেন মুম্বইয়ের মন্দার রাও দেশাই। ফ্রি-কিক এটিকে-মোহনবাগানের অনুকূলে। কিন্তু কোনও বিপদ হল না

৪৭’ পরিবর্ত হয়ে মাঠে নেমেই হলুদ কার্ড দেখলেন প্রণয়

জোড়া পরিবর্তন হাবাসে। মনবীরের পরিবর্তে এলেন প্রবীর দাস। প্রণয় হালদার এলেন গ্লেন মার্টিন্সের পরিবর্তে

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

প্রথমার্ধের খেলা শেষ। গোলশূন্য লকাররুমে যাচ্ছে দু’দল

৪৫+২’ ফের ফ্রি-কিক মুম্বইয়ের। গড্ডার্ডের ডেলিভারি ফিস্ট করে রক্ষা করলেন অরিন্দম। তবে এক্ষেত্রে সামান্য চোটের কবলে অরিন্দম

৪৫+১’ বক্সের মধ্যে বিপিনের বাঁ-পায়ের জোরালো শট কর্নারের বিনিময়ে কোনক্রমে রক্ষা করলেন প্রীতম

২ মিনিট অতিরিক্ত সময়

৪১’ গড্ডার্ডের নির্বিষ ফ্রি-কিক সহজেই বিপন্মুক্ত করলেন জাভি

৩৭’ মাঝমাঠে পাসিং ফুটবলের ফুলঝুরি মুম্বইয়ের। তবে এটিকে-মোহনবাগানের রক-সলিড ডিফেন্স ভেঙে সহজে অ্যাটাকিং থার্ডে সহজে ঢুকতে পারছে না আইল্যান্ডাররা

কুলিং ব্রেক…

২২’ ফের কর্নার মুম্বইয়ের। কর্নার থেকে গড্ডার্ডের বাড়ানো বলে রাওলিনের সেন্টার সরাসরি অরিন্দমের আস্তানায়

১৮’ মন্দার রাও দেশাইয়ের বামপ্রান্তিক ক্রস কর্নারের বিনিময়ে বাঁচালেন ঝিঙ্গান। কিন্তু এটিকে-মোহনবাগান রক্ষণে প্রতিহত সেই কর্নার

বল পজেশন- মুম্বই ৬৯% এটিকে-মোহনবাগান ৩১%

১১’ এটিকে-মোহনবাগান রক্ষণে ফের বিপজ্জনক আক্রমণ মুম্বইয়ের। কোনক্রমে গোলে ঢোকার মুখে বল রক্ষা করলেন অরিন্দম

৮’ প্রতি-আক্রমণ থেকে এটিকে-মোহনবাগান রক্ষণে হানা মুম্বইয়ের। কিন্তু হুগো বোউমাসের নির্বিষ শট সরাসরি অরিন্দমের হাতে

৫’ বিপিন সিং’য়ের দুরন্ত ক্রস থ্রো-ইনের বিনিময়ে রক্ষা করলেন তিরি

কিক-অফ করে শুরু হল খেলা…

এটিকে-মোহনবাগান একাদশ: অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, এদু গার্সিয়া, গ্লেন মার্টিন্স, জাভি হার্নান্দেজ, মনবীর সিং, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস।

মুম্বই সিটি এফসি একাদশ: অমরিন্দর সিং (গোলরক্ষক), অমেয় রানাওয়াদে, মোর্তাদা ফল, হার্নান সান্তানা, মন্দার রাও দেশাই, রাওলিন বোর্জেস, রেনিয়ার ফার্নান্দেজ, সিওয়াই গড্ডার্ড, হুগো বোউমাস, বিপিন সিং, বার্থোলোমিউ ওগবেচে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I