কলকাতা: সদ্য হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এখন বাড়িতে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট৷ কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন৷ সোমবার সকাল সকাল টেলিভিশনে সিডনি টেস্টে চোখ রেখেছিলেন৷ তবে ঋষভ পন্ত, চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিনদের পারফরম্যান্স খুশি করেছে প্রাক্তন ভারত অধিনায়ককে৷

এসসিজি-তে দুরন্ত লড়াই করে টেস্ট ড্র করেছে ভারত৷ ভারতীয়দের দুরন্ত লড়াইয়ে মুগ্ধ মহারাজ৷ ম্যাচের পর বিসিসিআই প্রেসিডেন্ট টুইটারে লেখেন, ‘আশা করি এবার সবাই বুঝতে পেরেছে ক্রিকেট দলে পুজারা, পন্ত এবং অশ্বিনদের মতো ক্রিকেটারদের গুরুত্ব কতটা৷ টেস্ট ক্রিকেটে তিন নম্বরে দুর্ধর্ষ মানের বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করাটা মোটেই সহজ কাজ নয়৷ একইভাবে প্রায় ৪০০ উইকেটও এমনি এমনি আসেনি৷ দারুণ লড়াই করেছ টিম ইন্ডিয়া৷ এবার সিরিজ জেতার পালা৷’

৪০৭ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনের শেষে পাঁচ উইকেটে ৩৩৪ রান তুলে ম্যাচ ড্র করে ভারত৷ দিনের শুরুতে ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের প্যাভিলিয়নে ফেরার পর মনে হয়েছিল ভারতীয় ইনিংসের আয়ু মাত্র ঘণ্টাখানেক৷ প্রথম ইনিংসে হাতে চোট পাওয়া পন্ত উইকেটকিপিং না-করলেও ব্যাট হাতে অজি বোলারদের আক্রমণ করে টিম পেইনদের মনোবল ভেঙে দেন৷ অন্যদিকে পূজারার রক সলিড ডিফেন্সের কাছে মাথা নোয়ান অজি বোলাররা৷

তবে চা-বিরতির পর পন্ত ও পূজারাকে কম সময়ের ব্যবধানে তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে অস্ট্রেলিয়া৷ কিন্তু তারপর এসসিজি-র বাইশ গজে যা ঘটল তা বিরল বললেও কম বলা হবে৷ এক মিডার-অর্ডার ব্যাটসম্যান অফ-স্পিনার অশ্বিনকে নিয়ে খেলে গেলেন ৪৩ ওভার৷ অজি বোলারদের হতাশ করে সিডনি টেস্ট ড্র করলেন বিহারী ও অশ্বিন৷ শরীরের সর্বাঙ্গে আঘাত পেয়েও দাপটে ব্যাটিং করে গেলেন ভারতীয় অফ-স্পিনার৷ আর চলতি সিরিজে অফ-ফর্মে থাকা বিহারী এখনও পর্যন্ত তাঁর জীবনের সেরা ইনিংস খেললেন৷

ষষ্ঠ উইকেটে বিহারী ও অশ্বিনের অবিভিক্ত পার্টনারশিপ ৬২ রানের৷ কিন্তু খেলেন ২৫৯ বল৷ ১৬১ বল খেলে ২৩ রান করেন বিহারী এবং ১২৮ বলে ৩৯ রান করেন অশ্বিন৷ রানের দিক থেকে এই জুটি ভারতীয় ক্রিকেটে মূল্যবান না-হলেও সময়ের দিক থেকে বহু মূল্যবান৷

ভারতের এই পারফরম্যান্সে উচ্ছসিত সচিন তেন্ডুলকর৷ লিটল মাস্টার টুইটারে লেখেন, ‘টিম ইন্ডিয়ার জন্য গর্বিত৷ অসাধারণ খেলার জন্য ধন্যবাদ প্রাপ্য ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারীর৷’

এসসিজি-তে ভারতীয়দের লড়াইয়ে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। টুইটারে তিনি লেখেন, ‘আজ সারাদিন ভারতীয় দলের লড়াই ও হার না-মানা মনোভাবে আমি মুগ্ধ। পূজারা থেকে পন্ত, হনুমা বিহারি ও অশ্বিন যেভাবে সারাদিন অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন সেটা দারুণ। ব্রিসবেন টেস্টের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট৷ সিরিজ ১-১ অবস্থায় গাব্বায় নামবে দুই দল৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I