আর অপেক্ষা নয়, রাজ্যে রাজ্যে করোনা ভ্যাকসিন পাঠানোর প্রক্রিয়া শুরু, প্রথম ডোজে খরচ কত জেনে নিন
সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরেই এলো সুখবর। রাজ্যে রাজ্যে করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই। কোভিড শিল্ডই প্রথম পর্যায়ে পৌঁছে যাবে সব রাজ্যে। কোভ্যাক্সিন কবে পাওয়া যাবে তা নিয়ে একনও সিদ্ধান্ত জানানো হয়নি। সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনের অর্ডার সুনিশ্চিত করেছে। আর অপেক্ষা করতে হবে না আজ থেকেই করোনা ভ্যাকসিন রাজ্যে রাজ্যে পৌঁছে দেওয়া শুরু হয়ে যাচ্ছে।

ভ্যাকসিন আসছে রাজ্যে
অবশেষে চূড়ান্ত হল করোনা ভ্যাকসিনের প্রাপ্তি। কেন্দ্রের অনুমোদন এবং অর্ডার প্রাপ্তির কথা সুনিশ্চিত করল সিরাম ইনস্টিটিউট। সঙ্গে সঙ্গে তাঁরা কোভিশিল্ড রাজ্যগুলিতে পাঠানোর তোরজোর শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন। ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তার আজে আজ প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তারপরেই চূড়ান্ত অর্ডার দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কোভিশিল্ডেই আস্থা
গোটা দেশে করোনা টিকাকরণের জন্য প্রথমে কোভিশিল্ডেই আস্থা রেখেছে মোদী সরকার। যদিও কোভ্যাক্সিনেরও অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু প্রথমে কোভিশিল্ডই দেওয়া হবে ৩০ কোটি ভারতীয়কে। এমনই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সিরাম ইনস্টিটিউট ইতিমধ্যে করোনা ভ্যাকসিন রাজ্যে রাজ্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে।

১৬ জানুয়ারি থেকে টিকা করণ
প্রথম ১৩ জানুয়ারি থেকে টিকাকরণ করার কথা ঘোষণা করেছিল মোদী সরকার। কিন্তু পরে সেটি পিছিয়ে ১৬ জানুয়ারি করা হয়। তার আগে একাধিকবার করোনা ভ্যাক্সিনের ড্রাইরান হয়েছে গোটা দেশে। সব রাজ্যেই করোনা ভ্যাক্সিনের ড্রাইরান করানো হয়েছে। প্রস্তুত করা হয়েছে করোনা ভ্যাকসিন মজুত রাখার ব্যবস্থাও। সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখার পরেই টিকাকরণ সুনিশ্চিত করা হয়।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক
করোনা ভ্যাকসিনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন পিএমকেয়ার্স ফান্ডের টাকা থেকে দেওয়া হবে করোনা ভ্যাকসিনের খরচ। ভ্যাকসিন কেনার জন্য একটি এসেন্সিকেই গোটা ভারতে দায়িত্ব দেওয়া হোক তাতে সুবিধা হবে দেশবাসীর। কোভিশিল্ডের ১০টি ডোজ নিতে হবে। প্রতিটি ডোজের খরচ পড়েছে ২২০ টাকা করে।