মুম্বই: গত বছর থেকেই চর্চায় বিরাট-অনুষ্কা৷ নিজেরাই জানিয়েছিলেন অনুষ্কার সন্তান সম্ভবা হওয়ার কথা৷ অধীর অপেক্ষায় ছিল ভক্তকুল৷ সোমবার তাঁদের ঘর আলো করে জন্ম নিল কন্যাসন্তান৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানালেন বিরাট কোহলি৷

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পরই দেশে ফিরে এসেছেন কোহলি৷ বছর শেষে দেশে ফিরে নতুন বছরে স্ত্রী’ অনুষ্কার সঙ্গে কাটান ভারত অধিনায়ক৷ আর এদিন তাঁর সন্তানের জন্ম দিলেন বলিউড কুইন অনুষ্কা৷ বিসিসিআই-এর তরফে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যান ও ফার্স্ট লেডি’কে অভিনন্দন জানানো হয়৷

বাবা হওয়ার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন, “We are thrilled to share with you that we have been blessed with a baby girl this afternoon. We thank you for all your love, prayers and good wishes. Anushka and the baby are both healthy and we are feeling beyond blessed to start the new chapter of our lives.”

এদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতেল কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা৷ ২০১৮ ডিসেম্বরে ইতালিতে এক রাজকীয় অনুষ্ঠানে বলি সেলেব অনুষ্কাকে বিয়ে করেন কোহলি৷ তারপর থেকে বলিউডে কম, ক্রিকেট মাঠে বিরাটের পাশে বেশি দেখা গিয়েছে অনুষ্কাকে৷ গত বছর ২৭ অগস্ট সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার সন্তান সম্ভাবার কথা জানিয়েছিলেন কোহলি৷ কিন্তু তার পরেও অর্থাৎ নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের ত্রয়োদশ সংস্করণেও বিরাটের ছায়াসঙ্গী ছিলেন অনুষ্কা৷

কিন্তু বছরের শেষ থেকে অনুষ্কার ছায়াসঙ্গী ছিলেন বিরাট৷ অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসেন কোহলি৷ তারপর থেকে নিয়মিত অনুষ্কার পাশে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে৷ কিছুদিন আগেও সন্তান সম্ভবা অনুষ্কাকে যোগাসনে সাহায্য করতে দেখা গিয়েছিল কোহলিকে৷ সেই ছবিও টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বিরাট৷ এদিন বাবা হওয়ার আনন্দও সবার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভারত অধিনায়ক৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I