মিমের কার্যকরী সভাপতি নন কালাম! তৃণমূলে যোগদানের পরই বিতর্কে সংখ্যালঘু নেতা
তৃণমূলে যোগ দেওয়ার পরই বিতর্ক তৈরি হল রাজ্যে মিমের কার্যনির্বাহী সভাপতি পরিচয়ে যোগ দেওয়া ব্যক্তিকে নিয়ে। তৃণমূল কংগ্রেস ও যোগদানকারী আবদুল কালামের দাবি, তিনি এআইএমআইএম বা মিমের রাজ্য সংগঠনের কার্যকরী সভাপতি। কিন্তু মিমের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কালাম সংগঠনের কেউ নন। তিনি আগেই দল থেকে বহিষ্কৃত।

মিমকে বাড়তে দিতে চায় না তৃণমূল
রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। তার আগে তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে বিজেপি। অভিযোগ, বিজেপিকে সুবিধা করে দিতেই এবার মিম পা রেখেছে বাংলায়। তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসাতেই মিমের আগমন বলে অভিযোগ। কিন্তু সেই মিমকে বাড়তে দিতে চায় না তৃণমূল।

মিমের কার্যকরী সভাপতি ছিলেন কালাম!
তৃণমূল তাই মিমের রাজ্য সংগঠনকে ভেঙে তছনছ করে দিতে বদ্ধপরিকর হয়েছে। এর আগে রাজ্যের সিংহভাগ মিম নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের। শনিবার ফের মিমের কার্যকরী সভাপতি বলে পরিচিত আবদুল কালাম যোগ দেন তৃণমূলে। তাঁর হাতে পতাকা তুলে দেন সাংসদ শান্তনু সেন।

বিজেপির বিরুদ্ধেই লড়াই তীব্র করার ডাক
তৃণমূলে যোগদানের পর কালাম বলেন, একটা বিষাক্ত হাওয়া আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে চলেছে, যা আমাদের পক্ষে অতি ভয়াবহ। রাজ্যে যে শান্তির পরিবেশ ছিল, তা নষ্ট করার চেষ্টা চলছে। তাই আমরা সবকিছু ভুলে গিয়ে এক হয়েছি। তিনি বিজেপির বিরুদ্ধেই লড়াই তীব্র করার ডাক দেন তৃণমূলের পতাকা হাতে নিয়ে।

কালাম মিম থেকে দু-বছর আগে বহিষ্কৃত
এরপর মিমের তরফে দাবি করা হয়েছে, আবদুল কালাম একজন সাধারণ মিম সদস্য ছিলেন। তাঁকে দু-বছর আগে বহিষ্কার করে দল। এরপর তিনি অন্য একটি দলে যোগ দিয়েছিলেন। তাই তাঁকে দলে নিলে মিমের কোনও ক্ষতি হবে না। এবার মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বাংলায় এসেই ফুরফুরা শরিফে গিয়েছিলেন। তিনি পিরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করে লড়াইয়ের কথা বলেন।

কালামের মিম-যোগ নিয়ে বিতর্ক শুরু
একুশের নির্বাচনের আগে একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত রয়েছে। ভোট আসতেই রাজ্যের শাসক দল ভেঙে একে একে দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন অনেকেই। এরই মধ্যে জল্পনা উস্কে দিয়ে শনিবার তৃণমূলে যোগ দিলেন মিম-এর কার্যকরী সভাপতি ও সাংগঠনিক প্রধান শেখ আব্দুল কালাম। এরপরই তাঁর মিম-যোগ নিয়ে বিতর্ক তৈরি হয়।
আব্বাস সিদ্দিকি ও আসাদউদ্দিনের মধ্যে তফাত আছে! ২১-এর ভোটের আগে সূর্য মিশ্রের কথায় জল্পনা