ঈশান পোড়েলের আগুনে বোলিং, ওড়িশার বিরুদ্ধে সহজ জয়ে সৈয়দ মুস্তাকে অভিযান শুরু বাংলার
করোনা ধাক্কা কাটিয়ে প্রায় ১০ মাস পর ভারতের মাটিতে ক্রিকেটে ঢাকে কাঠি। রবিবার থেকে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট নিয়ে বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটের আসর শুরু। আর এই আসরেই আজ জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা।

ওড়িশার বিরুদ্ধে বাংলায় জয়
ওড়িশার বিরুদ্ধে ৯ উইকেটে ম্যাচ জিতে অভিযান শুরু বাংলার। এদিন টস জিতে ওড়িশার বিরুদ্ধে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

ঈশান পোড়েলের আগুনে বোলিং
আইপিএল ২০২০তে সুযোগ পেলেও কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে ম্যাচ খেলা হয়নি। এরপর করোনা পরবর্তী সময় মাঠে ফিরেই এদিন বল হাতে নিজেকে উজা়ড় করে দিলেন। ওড়িশার বিরুদ্ধে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচে পোড়েল ৪টি উইকেট নেন। পোড়েল ছাড়া আকাশদ দীপ ও মুকেশ কুমার ২টি করে উইকেট পেয়েছেন,শাহবাজ আহমেদ ১টি উইকেট পান।

ওড়িশাকে অলআউট করে বাংলা
ঈশানের এই আগুনে বোলিংয়ের সুবাদেই ওড়িশাকে নির্ধারিত ২০ ওভারে বাংলা ১১৩ রানে বেঁধে রাখে। ওড়িশাকে বাংলা ১১৩ রানে অলআউট করে। ওড়িশার হয়ে রাজেশ ধুপার ৩৭ (৩৭) এবং অঙ্কিত যাদব ৩২ (৩৯) ছাড়া আর কেউ বলার মতো রান পাননি

বিকের সিংয়ের হাফ সেঞ্চুরিতে বাংলার দুরন্ত জয়
জবাবে এই রান তাড়া করতে নেমে বিবেক সিংয়ের অপরাজিত ৫৪ ও শুভঙ্কর বলের ৩৪ রানে ভর করে ১২.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে নিয়ে সহজেই ম্যাচ জিতে নিল বাংলা।
ছবি সৌজন্য সিএবি ক্রিকেট টুইটার
আঙুল ভেঙেছে, তবু দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই অজিদের বিরুদ্ধে ইনজেকশন নিয়ে ব্যাটিং করতে চান জাদেজা