• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আঙুল ভেঙেছে, তবু দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই অজিদের বিরুদ্ধে ইনজেকশন নিয়ে ব্যাটিং করতে চান জাদেজা

  • |

সিডনি টেস্টের তৃতীয় দিনে স্টার্কের বাউন্সারে বাঁ-হাতের বুড়ো আঙুল ভেঙেছে। ফলে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে রবীন্দ্র জাদেজা। সিডনি ও ব্রিসবেন টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু দলের প্রয়োজনে সিডনি মহারণের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ইনজেকশন নিয়েও জাদেজা ব্যাট করতে রাজি!

সিডনি টেস্টে ভারত কোথায় দাঁড়িয়ে

সিডনি টেস্টে ভারত কোথায় দাঁড়িয়ে

সিডনি টেস্টে ভারত ভালো জায়গায় দাঁড়িয়ে নেই। দ্বিতীয় ইনিংসে ৪০৭ রানের পাহাড় তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ভারত ৯৮ রান তুলেছে। রাহানেরা এখনও অজিদের থেকে ৩০৯ রানে পিছিয়ে।

টেস্ট বাঁচানোর লড়াই

টেস্ট বাঁচানোর লড়াই

সেক্ষেত্রে সিডনিতে ম্যাচের পঞ্চম দিন ভারতের সামনে তৃতীয় টেস্ট বাঁচানোর লড়াই। যেখানে রাহানেদের ৮ উইকেটের পুঁজি নিয়ে গোটা একটা দিন ক্রিজে পরে থেকে লড়াই করতে হবে।

জাদেজাকে কেন প্রয়োজন

জাদেজাকে কেন প্রয়োজন

টেস্ট বাঁচানোর এই লড়াইয়ে জাদেজাকে বড় দায়িত্ব নিতে হতে পারে। মেলবোর্নে তাঁর ৫৭ রান দলকে ভরসা দিয়েছিল। সিডনিতেও ব্যাটে ২৮ রান হাঁকিয়ে অবদান রাখেন। এবার পঞ্চম দিনেও ব্যাট হাতে তাঁকে দলের প্রয়োজন হতে পারে।

দলের সূত্রে কী জানা গিয়েছে

দলের সূত্রে কী জানা গিয়েছে

দলের সূত্রে খবর, প্রয়োজনে জাদেজা ইনজেকশন নিয়ে ব্যাট করবেন বলে জানিয়েছেন। যদিও বাঁ-হাতের বুড়ো আঙুল ভাঙায় অজি সফরের শেষ দুই টেস্টের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজও ভারতীয় অলরাউন্ডার অনিশ্চিত। সেখানে দাঁড়িয়ে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে জাড্ডুকে ভাঙা আঙুলে, ইনজেকশন নিয়ে এমন সাহসিকতার পরিচয় দিতে দেখা যাবে কিনা,সেটাই এখন দেখার।

বর্ণবৈষম্যের শিকার ভারতীয় ক্রিকেটাররা, অজি ক্রিকেট বোর্ডের থেকে রিপোর্ট তলব করল আইসিসি

English summary
Ravindra Jadeja want to bat with injection if required in 5th day of Sydney test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X