তুঙ্গে তৎপরতা, জইশ প্রধান মাসুদ আজহারের গ্রেফতারির সময়সীমা বেঁধে দিল পাক আদালত
১৮ জানুয়ারির মধ্যেই গ্রেফতার করতে হবে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে। এমনই রায় দিল পাকিস্তানি আদলত। এর আগে ৭ জানুয়ারি জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল পাকিস্তানে৷ ভারতে একাধিক জঙ্গি হামলার মূলচক্রীর বিরুদ্ধে এই নির্দেশ জারি করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত৷ সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের জোগান দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হল বৃহস্পতিবার৷

পাকিস্তানের পঞ্জাব প্রদেশ পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী দফতর মাসুদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের যোগান দেওয়ার অভিযোগ আনে আদালতে৷ শুনানির পর পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী আদালত ভারতে একাধিক জঙ্গি হামলার অন্যতম চক্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ বিচারক নাতাশা নসিম সুপ্রা নির্দেশ দেন, মামলার নিষ্পত্তির প্রয়োজনে মাসুদকে গ্রেফতার করে আদালতে পেশ করতে হবে৷
জানা গিয়েছে, পঞ্জাব প্রদেশের পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী দফতর আদালতকে জানিয়েছিল, মাসদু আজহার জিহাদি সাহিত্য প্রচারে অর্থের জোগান দিয়ে থাকে৷ সেই মামলাতেই মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য, এফটিএফ-এর কাছে কড়া ভর্ৎসনা শোনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পাকিস্তান। না হলে তাদের কালো তালিকাভুক্ত করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ বা আর্থিক সাহায্য নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে পাকিস্তান।