• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ট্রাম্পের টুইট নিষেধাজ্ঞায় প্রমাদ গুনছে বিজেপি? ‘মিত্রোঁর’ পাশে দাঁড়িয়ে আশঙ্কার সুর তেজস্বীর গলায়

  • |

টুইটারে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা আরোপ হতেই তোলপাড় হতে শুরু করেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। যার স্পষ্ট ছাপ পড়ছে ভারতেও। আর এই ঘটনার রেশ ধরেই প্রমাদ গুনতে শুরু করেছেন বিজেপি নেতারা। সম্প্রতি বিজেপি-র তরুণ সাংসদ তেজস্বী সূর্যর মন্তব্যে যেন তারই প্রতিচ্ছবি ধরা পড়ল।

ট্রাম্পের বিরুদ্ধে খড়গহস্ত টুইটার

ট্রাম্পের বিরুদ্ধে খড়গহস্ত টুইটার

এদিকে ক্যাপিটল ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের ইন্ধন রয়েছে বলে আগেই জানিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। পরবর্তীতে এই অভিযোগে ট্রাম্পের উপর আজীবন নিষেধাজ্ঞা জারি করেছে এই বিখ্যাত মাইক্রো ব্লগিং সাইট। ভবিষ্যতে যাতে ট্রাম্প আর এই ধরণের কোনো কাজই না করতে পারেন তাই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

 অশঙ্কার কথা শোনাচ্ছেন অমিত মালব্যও

অশঙ্কার কথা শোনাচ্ছেন অমিত মালব্যও

এদিকে এই সিদ্ধান্তের পরেই কার্যত বিজেপি ‘মিত্রোঁর' ট্রাম্পের পাশে দাঁড়িয়ে টুইটারের সমালোচনা করতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের। তেজস্বী সূর্যর পাশাপাশি রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর গলায়। তাঁর সাফ বক্তব্য রাজনীতিকদের মত প্রকাশের স্বাধীনতার উপর কার্যত জোর করে হস্তক্ষেপ করছে এই ধরণের সংস্থাগুলির। আগামীতে যার নেতিবাচক প্রভাবই পড়তে চলেছে বলে ধারণা তেজস্বীরও।

টুইটেই টুইটারের বিরুদ্ধে তোপ তেজস্বীর

টুইটেই টুইটারের বিরুদ্ধে তোপ তেজস্বীর

এই বিষয়ে শনিবার একটি টুইট বার্তায় টুইটারের বিরুদ্ধেই তোপ দাগতে দেখা যায় তেজস্বীকে। তাঁর স্পষ্ঠ বক্তব্য, "এটা আমাদের জন্য একটা সতর্কবার্তার সামিল। আমেরিকার রাষ্ট্রপতির এই অবস্থা হতে পারলে বিশ্বের যে কোনও নেতার সঙ্গেই এমনচা হতে পারে। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলির উপর নিয়ন্ত্রণের অভাব আমাদের পক্ষে ক্রমেই বড়সড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে।"

 ‘দাদাগিরি’ ঠেকাতে আনতে হবে আইন

‘দাদাগিরি’ ঠেকাতে আনতে হবে আইন

শুধু তাই নয়, ভারতে এই জাতীয় সংস্থাগুলির উপর নতুন করে নিয়ন্ত্রণ জারি করতে ভিন্ন আইন প্রণয়নের পক্ষেও সওয়াল করেন তেজস্বী। নিয়ন্ত্রক আইন আনার ব্যাপারেও জোর দেন।যত দ্রুত এই সংক্রান্ত মধ্যস্থতাকারী আইনের পর্যালোচনা করা হবে ততই তা ভারতীয় গণতন্ত্রের জন্য মঙ্গল বলে মনে করেন বিজেপি যুব মোর্চার সভাপতি। অন্যদিকে কার্যত একই সুরে কথা বলতে দেখা গিয়েছে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি সম্প্রতি টুইটারে এই বিষয়ে বড়সড় ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজেপি-জেডিইউ ভাঙনের আশঙ্কার মাঝেই নীতীশ 'বন্ধু','শত্রু' চিনতে দ্বিধায়! বোমা ফাটালেন বিহারের মুখ্যমন্ত্রী

English summary
BJP leader Tejaswi Suryar expresses anger after twitter bans donald trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X