প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়েছে। প্রার্থীদের দ্রুত আবেদন করতে জানানো হয়েছে।আবেদনের শেষ তারিখ ২০.১.২০২১। প্রোজেক্টে কাজের জন্য এই নিয়োগ কড়া হচ্ছে বলে জানা গিয়েছে।

এই পদের জন্য রয়েছে ১ টি শূন্য পদ। প্রার্থীদের plant biotechnology, botany, life scinece, biotechnology র মধ্যে কোন একটি বিষয় নিয়ে মাস্টার্স করতে হবে। এছাড়া প্রার্থীদের কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর রাখতে হবে বলে জানানো হয়েছে এই পদে আবেদনের জন্য। এছাড়া জানানো হয়েছে প্রার্থীদের নেট পরীক্ষা পাশ করতে হবে। এছাড়া গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

জানা গিয়েছে প্রার্থীদের মাসিক ৩১ হাজার টাকা দেওয়া হবে। ২ বছরের জন্য এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে এও জানানো হয়েছে প্রোজেক্ট শেষ হতে যে সময় লাগবে সেই সময় পর্যন্ত এই নিয়োগ মেয়াদ থাকতে পারে।

প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এই ইন্টারভিউ আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টা থেকে নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। বিস্তারিত জানার জন্য www.presiuniv.ac.in এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে। প্রার্থীদের নিজেদের সিভি ayan.dbs@presiuniv.c.in এই আইডি তে পাঠাতে হবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দেশি ব্র্যান্ডগুলি কতটা সমস্যার মধ্যে রয়েছে , তারাও কী ভাবছেন আগামী নিয়ে? জানাবেন ডঃ মহুল ব্রহ্ম।