ভারতীয় ক্রিকেটে বৈষম্যের অভিযোগ, বড়সড় বিতর্কে জড়িয়ে গেলেন পান্ডিয়া
অজিভূমে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজেকে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করা নিয়ে বিতর্কের মধ্য়ে ভারতীয় ক্রিকেটে এবার বৈষম্যের বড় অভিযোগ উঠে গেল।
ইতিমধ্য়ে সিডনি টেস্টে টানা দুই দিন ভারতীয় পেসার সিরাজের বর্ণবৈষম্যের শিকার হওয়া নিয়ে ক্রিকেট দুনিয়া তোলপাড়। এর মাঝেই এবার, ভারতীয় ক্রিকেটে বৈষম্যের ঘটনা প্রকাশ্যে সেখানে কেরিয়ার শেষ করে দেওয়া হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে। তা নিয়েই নতুন বির্তকের সূত্রপাত।

কার বিরুদ্ধে অভিযোগ
ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। করোনা ধাক্কা কাটিয়ে রবিবার থেকে বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটে ঢাকে কাঠি পড়েছে। ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনার টীকাকরণ শুরু। তার আগে জৈব সুরক্ষায় বলয়ে আজ থেকে শুরু হয়ে গেল সৈয়দ মুস্তাক আলি টি-২০। এই টুর্নামেন্টেই বরোদা দলের অধিনায়ক ক্রুণালকে ঘিরে বিতর্ক।

কী ঘটেছে
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদা দলের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। তাঁর দলেই খেলেন দীপক হুডা। অতীতে তিনি বরোদা দলের অধিনায়ক ছিলেন। তাঁর অভিযোগ ক্রুণাল তাঁর সঙ্গে অসভ্য আচরণ করছেন।

হুডার অভিযোগ
শুধু তাই নয় হুডার আরও গুরুতর অভিযোগ, ক্রুণাল শেষ কয়েকদিন অন্য রাজ্যের ক্রিকেটারদের সামনে তাঁকে অশ্লীল ভাষায় কটূক্তি করেন। দলের অন্দরে ক্রুণাল নিয়মিত তাঁকে কোণঠাসা করছেন, সঙ্গে মানসিক নিযার্তনও চলছে বলেও অভিযোগ।

কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি
পাশাপাশি হুডার কেরিয়ার শেষ করে দেবেন বলে, ক্রুণাল হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। আগামী দিনে হুডা কীভাবে বরোদা দলে খেলতে পারবেন, ক্রণাল তা দেখে নেবেন বলে নাকি হুমকি দিয়েছেন ভারতীয় ক্রিকেটার।
আর এই মানসিক চাপের মুখে হুডা বরোদা দল ছেড়েছেন বলে তিনি জানিয়ে দিয়েছেন। ফলে ক্রুণালকে ঘিরে বিতর্ক তুঙ্গে। ক্রুণাল ও হুডার মধ্য়ের এই ঘটনা ইতিমধ্য়েই বরোদা ক্রিকেট বোর্ডের কানে পৌঁছেছে। এরপরই দলের ম্যানেজারের কাছে বরোদা ক্রিকেট বোর্ড পুরো ঘটনা জানতে চেয়েছে।