শিবসেনা-বিজেপি সংঘাতের জের! নিরাপত্তা কমল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের
শেষ বিধানসভা নির্বাচন থেকেই সংঘাতের সূত্রপাত। অবশেষে মুখমন্ত্রীত্ব নিয়ে শরিকি দ্বন্দ্বের পর অবশেষে এনডিএ থেকেই বেরিয়ে আসে উদ্ধবের দল। পরবর্তী সুশান্ত সিং মৃত্যু মামলা সহ একাধিক ইস্যুতে সংঘাতের জল গড়ায় আরও বহুদূর। পরবর্তীতে দিন যত গড়িয়েছে তই সম্পর্কের অবনতি হয়েছে দু’দলের মধ্যে। এমনকী বর্তমান প্রেক্ষাপটে গোটা দেশে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে শীর্ষ স্থানে নাম লিখিয়ে ফেলেছে শিবসেনা। এমতাবস্থায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের নিরাপত্তা কমিয়ে দিল উদ্ধব ঠাকরের সরকার।

মূলত প্রতিহিংসা চরিতার্থ করতেই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোট বিজেপি নেতাদের সঙ্গে পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছে বিজেপি। যা নিয়ে ফের উত্তাল হয়েছে মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতি। অন্যদিকে কিছুদিন আগে পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাংক দুর্নীতির মামলায় সেনা মুখপাত্র ও রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে তলব করে ইডি।সেই সময়েও কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছিল শিবসেনা।
এমতবস্থায় এবার ফড়ণবিসের নিরাপত্তা কমানোয় সংঘাতের আবহেই নতুন করে ঘৃতাহুতি দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শুধু ফড়ণবিশ নয় নিরাপত্তা কমানো হয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেরও। এছাড়াও এই তালিকায় রয়েছে মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল ও প্রাক্তন মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার সহ একাধিক শীর্ষ স্থানীয় বিজেপি নেতার নাম। যদিও সরকারি নিয়ম মেনেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও পাল্টা প্রতিক্রিয়া মিলেছে শিবসেনার তরফে।

সোমবারাই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠকে মোদী, টিকাকরণ শুরুর আগে একাধিক রাজ্যে তুঙ্গে প্রস্তুতি