• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জাকার্তা থেকে ওড়ার পরেই সংযোগ বিচ্ছিন্ন! বিমান দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা

  • |

ইন্দোনেশিয়ার (indonesia) রাজধানী জাকার্তা (jakarta) থেকে ওড়ার পরেই সংযোগ বিচ্ছিন্ন সেখানকার শ্রীইজায়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ বিমানের (plane)। বিমানকর্মী ও যাত্রী মিলিয়ে বিমানটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বিমানটি পন্টিয়ানাক থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

২১-এর ভোটে উত্তরবঙ্গে বিজেপির বাড়া ভাতে ছাই দিতে মোক্ষম পদক্ষেপ অভিষেক, পিকেদের

১০০০০ ফুট ওপর থেকে নিরুদ্দেশ বিমান

১০০০০ ফুট ওপর থেকে নিরুদ্দেশ বিমান

ফ্লাইট রেডার টোয়েন্টি ফোরের তরফে জানানো হয়েছে এসজে ১৮২ বিমানটি যখন ভূপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুটেরও ওপরে ছিল সেই সময় সেটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাকার্তা থেকে ছাড়ার ৪ মিনিট পরেই এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

বিমানটি ২৭ বছরের পুরনো

বিমানটি ২৭ বছরের পুরনো

শ্রীইজায়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি ২৭ বছরের পুরনো বলে জানা গিয়েছে। নিবন্ধকরণের নথি থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

তথ্য সংগ্রহ করা হচ্ছে

তথ্য সংগ্রহ করা হচ্ছে

ইন্দোনেশিয়ার শ্রীইজায়া বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, তারা বিমানটি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। তারপরেই তারা এব্যাপারে কোনও কথা বলতে পারবেন।

শেষ ছিল ২৫০ ফুট উঁচুতে

শেষ ছিল ২৫০ ফুট উঁচুতে

জানা গিয়েছে, শেষ পাওয়া খবরে বিমানটির উচ্চতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫০ ফুট ওপরে। বিমানটি শেষ সিগন্যাল দিয়েছে ভারতীয় সময় ১২.৪০-এ।

English summary
Indonesian Sriwijaya Air Plane loses contact with air traffic control after leaving Jakarta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X